বাংলা নিউজ > হাতে গরম > ‘রাজুদা’ এবার সিনেমায় আমির খানের সঙ্গে! ভিডিয়ো দেখে সবাই বলছে, পরোটা খেয়ে কী বলল র্যাঞ্চো
রাজুদাকে এবার সিনেমায় দেখা গেল আমির খানের সঙ্গে। মুক্তি পেতে চলেছে আমিরের নতুন মুভি ‘সিতারে জমিন পর’। সম্প্রতি ভাইরাল হয়েছে তারই এক দৃশ্য। সেখানে এক ব্যক্তিকে দেখা যায় লাল রঙের জার্সি পরার কথা বলতে। কিন্তু আমির তাঁকে বোঝানোর চেষ্টা করেন, যে লাল রঙের জার্সি বিপক্ষ দল পরবে। ফেসবুকে এই ছোট্ট ক্লিপ ভাইরাল। ক্লিপটিতে ওই যুবকটির মুখ জুম করে দেখানো হয়েছে। আর সেখানে বসানো হয়েছে রাজুদার বিখ্যাত সংলাপ ‘এক প্লেটে তিনটে পরোটা, সঙ্গে আনলিমিটেড তরকারি, একটা কাঁচা পেঁয়াজ আর…’।
আরও পড়ুন - বনেটে বসে নাচছে কনে, ছাদের উপর বর! হাইওয়েতে আইন ভেঙে বিয়ের ‘বাসর ঘর’