সরকারি পেনভোগীদের সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম (সিজিএইচএস) কার্ডে😼র মে⭕য়াদ বৃদ্ধি করল কেন্দ্র। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত সেই কার্ড বৈধ থাকবে।
আরও পড়ুন : PPF, NSꦍC, KVP-ক্ষুদ্র সꩵঞ্চয়ে সুদের হার এক ধাক্কায় অনেকটা কমাল কেন্দ্র
গত ৩১ মার্চ পর্যন্ত সিজিএইচএস কার্ডের বৈধতা ছিল। কিন্তু করোনাভাইরাস পরিস্থিতির জেরে তা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের। কেন্দ্রের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, 'যে সিজিএইচএস পে♊নভোগীরা বার্ষিক টাকা দেন ও যাঁদ🐼ের কার্ড ৩১ মার্চ পর্যন্ত বৈধ ছিল, ডেটাবেসে তাঁদের কার্ডের মেয়াদ বাড়িয়ে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত করতে পারে অ্যাডিশনাল ডিরেক্টরস সিটি বা সদর দফতর (দিল্লি)।'
আরও পড়ুন : ভ♔িডিও- করোনা মোকাবি൲লায় কলকাতা পুলিশের ভরসা অঞ্জনের বেলা বোস!
মন্ত্রকের তরফে জানানো হয়েছে, কার্ডের বৈধতা বৃদ্ধির আর্জি জানিয়ে অনেক মেল এসেছিল। তারপর এই সিꦬদ্ধান্ত নেওয়া হয়েছে। সিজিএইচএসের ডিরেক্টরের স্বাক্ষর করা একটি নির্দেশিকায় বলা হয়েছে, 'করোনাভাইরাসের কারণে যে অভাবনীয় পরিস্থিতি তৈরি হয়েছে, সে কথা মাথায় রেখে সিজিএইচএস উপভোক্তাদের সাহায্যের জন্য এই ছাড় দেওয়া হল। ভবিষ্যতে এটা উদাহরণ হিসেবে দেখা হবে না।'
আরও পড়ুন : PPF, NSC, Post Office Deposit, KVP, Recurring-আগে কত শতাংশ সဣুদ পেতেন, এখন কত পাব🦄েন?