লকডাউনের কারণে যে দমবন্ধ পরিবেඣশ তৈরি হয়েছে, তা থেকে আমজনতাকে♏ কিছুটা সুরাহা দেওয়ার চেষ্টা করল কেন্দ্র।
আরও পড়ুন : একজন ভারতীয়কেও অনাহারে থাকতে হবে না, আশ্বাস অর্থমন্🍸ত্রীর
কৃষক, ১০০ দিনের কাজের কর্মী, মহিল🌠া, ছোটো সংস্থার কর্মীদের জন্য বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে নরেন্দ্র মোদী সরকার। সেই তালিকায় রয়েছেন পেনশনভোগী থেকে শুরু করে গরীব বিধবা ও বিশেষভাবে সক্ষমরাও।
আরও পড়ুন : দেরিতে আয়কর রিটা♕র্ন থেকে ATM চার্জ মকুব, নির্মলার ১০ ঘোষণা
বৃৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, করোনার জেরে পেনশনভোগী, গরীব বিধবা ও বিশেষভ🅷াবে সক্ষমরা সমস্যার মুখে পড়েছেন। সে♍জন্য মাসিক ১,০০০ টাকা করে দেওয়া হবে তাঁদের।
আরও পড়ুন : COVID-19: ব🍒্যাঙ্ক চাইলে﷽ তিন মাস EMI নেওয়া বন্ধ করতে পারে, অনুমতি দিল RBI
অর্থমন্ত্রীর কথায়, 'আগামী তিন মাস এই ভাতা দেওয়া হবে। দু’কিস্তিতে সেই টাকা মেটানো হবে। এর ফলে, দেশের তিন কোটি পেনশনভোগী বিধবা ও বিশেষভাবে সক্ষম মানুষ উপকৃত হবেন।' সেজন্য 'প্রধানমন্ত্রী গরীব কল্য🐻াণ যোজনা'-র আওতায় ইতিমধ্যে ৩,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানান সীতারামন।