১০০ জন আরোহী-সহ কাজাখাস্তানের অ্যালম্যাটিতে ভেঙে পড়ল একটি বিমান। কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। আহত হয়েছেন কমপক্ষে ৩৫ জন।কাজাখাস্তানের অসামরিক বিমান পরিবহন কমিটি জানিয়েছে, রাজধানী নুর-সুলতানের দিকে যাচ্ছিল বিমানটি। টেক অফের সময় উচ্চতা হারিয়ে ফেলে একটি কংক্রিটের ফেন্সে ভেঙে বিমানটি একটি দু'তলা বাড়িতে ধাক্কা মারে। জরুরি পরিষেবা বিভাগের তরফে জানানো হয়েছে, অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। জীবিতদের উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।ঘটনাস্থলে যাওয়ার পথে রয়টার্সের এক সংবাদদাতা জানান, এলাকাটি ঘন কুয়াশার চাদরে মোড়া রয়েছে। বিমানটি কাজাখ সংস্থা বেক এয়ারের। সংস্থাটি একগুচ্ছ ফক্কার ১০০ জেট চালায়অসামরিক বিমান পরিবহন কমিটি জানিয়েছে, তদন্ত শেষ না পর্যন্ত ওই ধরনের সব বিমানের উড়ানের স্থগিত রাখা হচ্ছে।ঘটনার পর টুইট করেন কাজাখাস্তানের প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট তোকায়েভ। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। পাশাপাশি তিনি বলেন, 'যাঁরা দায়ি, তাঁরা আইন মোতাবেক কঠোর শাস্তি পাবেন।'