করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ব্রিটিশ রাজপরিবারের এক কর্ম🦄ী। সেজন্য তড়িঘড়ি রানি দ্বিতীয় এলিজাবেথকে অনির্দিষ্টকালের জন্য বাকিংহাম 🧸প্যালেস থেকে সরিয়ে নিয়ে যাওয়া হল।
আরও পড়ুন : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কলকাতায় প্রথম মৃত্যু,মৃত্যু হল দমদমের প্রৌঢ꧒়ের
ব্রিটܫেনের সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, কোন কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন, তা বলা হয়নি। তবে ওই রাজকর্মীর রিপোর্ট পজিটিভ আসার সময় রানি বাকিংহাম প্যালেসেই ছিলেন। রাজ পরিবারের যে কর্মীরা আক্রান্তের সংস্পর্শে এসেছিলেন, তাঁরা স্বেচ্ছা-পর্যবেক্ষণে রয়েছেন।
রাজপরিবারের একটি সূত্র উদ্ধৃত করে একটি ব্রিটিশ দৈনিক ব💝লে, 'রানি উইন্ডসর দুর্গে যাওয়ার আগেই ওই কর্মীর দেহে করোনা মিলেছে। প্রাসাদে ৫০০ জনের মতো কর্মী আছেন।'
আরও পড়ুন : COVID-19 Lockdown: লকডাউনের দিনগুলিতে রাস্তায় কী কী চলবে, দেখে ন🃏িন এক ঝলকে
বিষয়টি নিয়ে অবশ্য বাকিংহাম প্য়ালেসের তরফে কোনও মন্তব্য করা হয়নি। তবে জানা𓄧নো হয়েছে, করোনা মহামারী পরিস্থিতিতে সমস্ত সতর্কতামূলকꦯ ব্যবস্থা নিচ্ছে ব্রিটিশ রাজপরিবার।
আরও পড়ুন : Covid-19 Update: ১৩০০০০০০০০ মানুষের জন্যᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚ ��কটি ভেন্টিলেটর মজুত ভারতে?
উল্লেখ্য, করোনার দাপটে রীতিমতো বিপর্যস্ত ইংল্যান্ড। সোমবার বিকেল (ভারতীয় সময় অনুযায✨়ী) পর্যন্ত ব্রিটেনে করোনায় আক্রান্ত হয়ে ২৮১ জনের মৃত্যু হয়েছে।