মাতৃভাষায় উচ্চশিক্ষা। এই লক্ষ্য নিয়েই গত বছর বাংলা-সহ আটটি আঞ্চলিক ভাষায় ইঞ্জিনিয়ারিং শিক্ষাকে অনুমোদন দিয়েছে অল ইন্ডিয়া কাউন্সিল অব টেকনিকাল এডুকেশন ܫ(♓এআইসিটিই)। মোট ১১টি আঞ্চলিক ভাষায় ইঞ্জিনিয়ারিংয়ের কোর্সের সুযোগ দেওয়া হচ্ছে।
যদিও আঞ্চলিক ভাষায় ইঞ্জিনিয়ারিং পড়ায় সেভাবে আগ্রহ দেখাচ্ছেন না পড়ুয়ারা বা শি🐽ক্ষা প্রতিষ্ঠানগুলি। আঞ্চলিক ভাষার জন্য সংরক🧸্ষিত সিটের মাত্র ২০.৭% পূরণ হয়েছে। তাই এ বিষয়ে প্রচারের সিদ্ধান্ত নিল AICTE।
আরও পড়ুন : Engineering Jobs: ইঞ্জিনিয়ারিং পাশ করলেই চাকরি! ৫৫,০০০ শূন্যপদে নিয়োগ করবে Infosys
আঞ্চলিক ভাষায় ইঞ্জিনিয়ারিংয়ে সমস্যা হবে না? বিশেষজ্ঞদের মতে, ইঞ্জিনিয়ারিংয়ের মূল টার্মগুলি- যে ক্ষেত্রে আঞ্চলিক ভাষা ব্যবহার করলে উলটে বুঝতে সমস্যা হবে, সেগুলি ইংরেজি থাকবে। খালি যেখানে সম্ভব, ভাষার পরিবর্তন করা যেতে পারে। এক্ষেত্রে উল্লেখ্য, জার্মানি, ফ্রান্স, রাশিয়া, জাপান এবং চিন-সহ একাধিক দেশে আঞ্চলিক ভাষাতে উচ্চশিক্ষার ব্য♒বস্থা রয়েছে।
আরও পড়ুন : UGC NET Results: কবে প্রকাশিত হবে ফলাফল? জানিয়ে দিল নিয়ন্ত্রক সংস্থা
অনেকে পড়ুয়ারই ছোটো থেকে ইংরাজি শিক্ষার ভিত নড়বড়ে থাকে। অন্যান্য বিষ🌌য়ে দক্ষ হলেও ইংরেজির প্রতি ভীতি থেকেই যায়। সেই পড়ুয়াদের কিছুটা সুবিধা হবে।