বাংলা নিউজ > কর্মখালি > AICTE স্কলারশিপ ২০২০: কী ভাবে আবেদন করবেন জেনে নিন
টেকনিক্যাল ডিগ্রি ও টেকনিক্যাল ডিপ্লোমা কোর্সে পাঠরত ছাত্রী ও বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীদের জন্য বৃত্তি দিচ্ছে AICTE। AICTE স্কলারশিপ ২০২০-র জন্𝓰য আবেদনের শেষ তারিখ ৩০ নভেম্বর, ২০২০।
আবেদন পদ্ধতি:
১) ন্যাশনাল সꩲ্কলারশিপ পোর্টালে গিয়ে ‘স্কলারশিপ’ লিংকে ক্লিক করতে হবে।
২) নির্দেশাবলি পড়তে হবে। এরপর continue তে ক্লি𝓰ক করতে হবে।
৩) রাজ্যের নাম, বৃত্তি বিভাগ, স্কিমের ধরণ 📖(বৃত্তি প্রকল্প), লিঙ্গ এবং অন্যান্য প্রয়োজনীয় বিবরণ পূর্ণ করতে হবে।
৪) নাম, IFSC, অ্যাকাউন্ট নম্বর🌊-সহ ব্যাঙ্কের বিস্তার🐽িত তথ্য দিতে হবে।
৫) অধার বা নম্বর দিয়ে Register-এ ক্লিক করতে হবে।
৬) মোবাইল নম্বর যাচাই করার জন্য OTP আসবে।
৭) OTP দিয়ে আবার লগ ইন করতে হ𓂃বে। এবং AICTE স্কলারশিপ ফর্ম🧸 পূরণ করতে হবে।
৮) অ্যাপ্লিকেশন আই ডি এবং পাসওয়ার্ড পাওয়া যাবে।
কর্মখালি খবর