নিট প্রশ্নপত্র ফাঁস ঘিরে বিতর্কের মাঝেই এবার সর্বভারতীয় পরীক্ষাগুলির ধরনে বড়সড় পরিবর্তন আনতে পারে কেন্দ্রীয় সরকার। নিট প্রশ্নপত্র ফাঁসের পর সম্প্রতি আবার নেট ইউজিসি পরীক্ষা বাতিল হয় ডার্কনেটে প্রশ্ন ফাঁস হওয়ায়। এরপর নেট সিএসআইআর এবং নিট পিজি বাতিল হয়েছে 'অনিবার্য লজিস্টিকাল সমস্যার' কারণে। এরই মাঝে টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্টে দাবি করা হল, সরকারের তরফ থেকে এবার সব সর্বভারতীয় প্রতিযোগিতামূলক ভরতি পরীক্ষাকে জেইই মেইনস-এর মতো ফর্ম্যাটে সাজানো হতে পারে। এর ফলে প্রবেশিকা পরীক্ষা বছরে একাধিকবার হতে পারবে। এবং এতে পরীক্ষার্থীদের মাথার ওপর থেকে চাপও কমবে। (আরও পড়ুন: ৭৯০০০ পয়েন্টের গণ্ডি ছাড়িয়ে রেকর্ড সেনসেক্সের, নিফটিও পৌঁছা𝓰য় ন🐈য়া উচ্চতায়)
আরও পড়ুন: 'বিভিন্ন রাজ্যে প্রশ্নপত্র ফাঁস...', রাষ্ট্রপতির ভাষণে NEET 🦋দুর্নীতির উ𒆙ল্লেখ
আরও পড়ুন: মান-অভিম✨ান ভুলে ডিএ-বেতন আবদার নিয়ে মুখ্যমন্ত্রীর দরবারে রাজ্য সরকা🌟রি কর্মীরা
আমেরিকায় স্কল্যাস্টিক অ্যাপ্টিটিউড টেস্ট পরিচালনা করা 'এডুকেশনাল টেস্টিং সার্ভিস'-এর সঙ্গে এই নয়া পরীক্ষার ফর্ম্যাট নিয়ে আলোচনা করতে পারে ভারতের ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ। এদিকে ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) মাধ্যমে যে পরীক্ষাগুলি হয়, সেগুলির স্বচ্ছতা বজায় রাখতে সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে সম্প্রতি। সেই কমিটির নেতৃত্বে আছেন ইসরোর প্রাক্তন চেয়ারম্যান কে রাধাকৃষ্ণন। এনটিএয়ের কাঠমো, কাজের ধরন খতিয়ে দেখবে। সেইসঙ্গে পরীক্ষা প্রক্রিয়ার ক্ষেত্রে সংস্কার করা এবং ডেটা সুরক্ষার নিয়মকানুন আরও মজবুত করার বিষয়ে সুপারিশ প্রদান করবে সেই কমিটি। (আরও পড়ুন: IRDAI-র ৬ চমক! স্বাস্থ্য বিমার ক্লেইমের বিধিতে বড় পরিবর্𝓰তন, জেনে রাখুন বিশদে)
আরও পড়ুন: ডেডলাইন বেঁဣধে দ🅺িয়েও সরকারি কর্মীদের এই কাজে 'বারণ', সামনে এল বড় আপডেট
আরও পড়ুন: ডিএ 🍒বাড়লেও সরকারি কর্মীদের মজুরি এখনও বকেয়া! সামনে এল নয়া তথ্𒊎য
সেই কমিটিতে আরও আছেন দিল্লি এইমসের প্রাক্তন অধিকর্তা রণদীপ গুলেরিয়া, সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ হায়দরাবাদের উপাচার্য বিজে রাও, আইআইটি ম🔴াদ্রাজের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের এমিরেটাস প্রফেসর 𒁏কে রামামূর্তি, কর্মযোগী ভারতের সহ-প্রতিষ্ঠাতা পঙ্কজ বনশল, আইআইটি দিল্লির পড়ুয়া বিষয়ক ডিন আদিত্য মিত্তল এবং কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের যুগ্মসচিব গোবিন্দ জয়সওয়ালরা।
আরও পড়ুন: নয়া বেতন কমিশন,♈ EPFO সুদ নিয়ে সরকারের ওপর চাপ RSS-꧒এর! বাজেটের আগে বৈঠকে নির্মলা
এর আগে নিট-ইউজি ২০২৪ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টে জমা পড়ে বহু আবেদন। বিহার পুলিশও তদন্ত চালিয়ে 'সলভার গ্যাং'-এর পর্দা ফাঁস করে। জানা যায়, এক একটা প্রশ্নপত্র ৩০ লাখ টাকায় বিক্রি হয়েছে। সেই প্রশ্নের জবাবও দেওয়া হয়েছিল পরীক্ষার্থীদের। এরই মাঝে আবার ইউজিসি নেট পরীক্ষা বাতিল করেছিল কেন্দ্রীয় সরকার। জানানো হয়, নেট পরীক্ষার প্রশ্নপত্র ডার্কনেটে ফাঁস হয়ে গিয়েছিল। এই আবহে পরীক্ষার একদিন পরই নেট পর♈ীক্ষা বাতিল করে দেওয়া হয় এনটিএ-র তরফ থেকে। সিবিআই তদন্তের নির্দেশও দেওয়া হয়।