Assam HSLC Result 2022: একটু পরেই বেরোবে অসমের মাধ্যমিক ও হাই-মাদ্রাসা পরীক্ষার ফলাফল, কীভাবে দেখা যাবে?
1 মিনিটে পড়ুন Updated: 07 Jun 2022, 09:11 AM IST- এবং থেকে ফলাফল দেখতে পারবে।
কীভাবে অসমের মাধ্যমিক পরীক্ষার ফলাফল দেখবেন (SEBA Class 10th Results 2022)?
১) অসম মধ্যশিক্ষা পর্ষদের &🔥nbsp;অফিসিয়াল ওয়েবসাইট sebaonline.org-তে যান।
২) হোম পেজে 'HSLC/ AHM Examination, ��2022 Resultsfiber_new'-এর নীচে দুটি লিঙ্ক আছে - 'Link 1' এবং 'Link 2'। যে লিঙ্🐻কদুটি ফলাফল ঘোষণার পর চালু করা হবে।
৩) সেই লিঙ্ক অ্যাক্টিভেট হওয়ার পর ক্লিক করুন।
৪) নিজের রোল নম্বর দিন এবং রেজাল্ট দেখতে ✃পারবেন।
অসমের মাধ্যমিক পরীক্ষার ফলাফলকীভাবে দেখবেন (Assam HSLC Result 2022)?
১) resultsassam.nic.in-তে যান।
২) আপাতত হোম পেজে ‘High School Leaving Certificate Examination (HSLC & AHM) Results 2022, Assam will be Available on 07-06-2022’♛ লিঙ্ক আছে। যা আনুষ্ঠানিকভাবে রেজাল্ট প্রকা🍨শের পর সক্রিয় হয়ে যাবে।
৩) সেই লিঙ্ক অ্যাক্টিভেট হওয়ার পর ক্লিক করুন।
৪) নিজের রোল নম্বর দিন 𒁃এবং রেজাল্ট দেখতে পারবেন।
আরও পড়ুন: Assam: প্রতার🐭ণার অভ꧟িযোগে গ্রেফতার অসম পুলিশের লেডি সিংঘম, ১৪ দিনের জেল হেফাজত
উল্লেখ্য, করোনাভাইরাসের ধাক🗹্কায় গত বছর পরীক্ষা না হওয়ার পর এবার মোট ৪০৫,৫৮২ জন অসমের মাধ্যমিক দিয়েছে। ছাত্রীর সংখ্যা ছিল ২১৭,০১২। ১৮৮,৫৭০ জন ছাত্র পরীক্ষা দিয়েছেন। অন্যদিকে, হাই-মাদ্রাসায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০,৪৫৪ (৩,৮৭০ জন ছাত্র এবং ৬,৫৮৪ জন ছাত্রী)।