ইঞ্জিনিয়ারিংয়ের প্রথম বর্ষে শিক্ষাবর্ষ শুরুর দিনক্ষণ জানাল অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন (AICTE)। কাউন্সিল☂ের তরফে জানানো হয়েছে ২০২০-২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের পড়ুয়াদের ক্লাস শুরু হবে আগামী ১ ডিসেম্বর থেকে।
প্রথম বর্ষের ক্লাস শুরুর স𝓡ময়সীমা এক মাস বাড়ানো হয়েছে। এবার করোনাভাইরাসের প্রকোপে ভরতি প্রক্রিয়ার ৩০ নভেম্বর পর্যন্ত চলবে। সেজন্যই ১ ডিসেম্বর থেকে প্রথম বর্ষের ক্লাস শুরু করা হচ্ছে বলဣে বিজ্ঞপ্তি জারি করেছে কাউন্সিল।
কোভিড -১৯ পরিস্থিতি বিবেচনা করে AICTE অনুমোদিত সমস্ত প্রতিষ্ঠান / বিশ্ববিদ্যালয়কে 🦩পরীক্ষার বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের 🌠সংশোধিত নির্দেশিকা অনুসরণের জন্যও নির্দেশ দিয়েছে কাউন্সিল। কোভিড-১৯ মহামারী সম্পর্কিত নির্ধারিত প্রোটোকল অনুসরণ করে অনলাইন / অফলাইন বা মিশ্রিত মোডে ক্লাস শুরু করা যেতে পারে।
গত ৬ জুলাই UGC সমস্ত বিশ্ববিদ্যালয়ের জন্য পরীক্ষা সংক্রান্ꦆত নির্দেশিকা জারি করার পর সংশোধিত শিক্ষাবর্ষের সূচি প্রকাশ করেছিল AICTE। এরপর কাউন্সিল জানায়, ১৫ অক্টোবর পর্যন্ত B.Tech-সহ সমস্ত টেকনিকাল কোর্সের ক্লাস শুরু হবে না। তারপর অগস্টে কাউন্সিল আবার জানিয়েছিল, ১ নভেম্বর থেকে ক্লাস শুরু হবে। এবার সেই সময়সীমা বাড়িয়ে ১ ডিসেম্বর করা হল।