পরীক্ষাকেন্দ্র পরিবর্তন করতে চাইলে নিজেদের স্কুলের মাধ্যমে আবেদন করতে হবে দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার্থীদের। বিজ্ঞপ্তি দিয়ে এ কথা জানা𒉰ল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE)। বোর্ডের তরফে বলা হয়েছে শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করতে এবং প্রয়োজনীয় তথ্যাদি ৩ জুন থেকে ১১ জুনের মধ্যে CBSEর ওয়েবসাইটে e-pariksha portal এর মাধ্যমে বোর্ডকে জানাতে হবে। এরপরই পরীক্ষার্থীদের জন্য স্কুলগুলিকে 'পারমিশন লেটার' দেবে বোর্ড। ছাত্রছাত্রীদের ওই অনুমতি পত্রের প্রিন্ট আউট নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে।
সিবিএসই আরও বলেছে যে বিশেষ চাহꩵিদা সম্পন্ন যেসব শিশু আর পরীক্ষা দিতে চা♉য় না
তাদের ফলাফল 'assessment scheme' এর ভিত্তিতেﷺ নির্🔯ধারণ করবে বোর্ড।
গতকালই পরীক্ষা কেন্দ্র বদল করা নিয়ে গুরুত𓂃্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করে CBSE। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষার জন্য ইতিমধ্যে যে সব পরীক্ষা কেন্দ্র স্থির করা হয়েছিল সেগুলির পরিবর্তে পরীক্ষা পরীক্ষার্থীদের নিজ নিজ বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।
পরীক্ষা কেন্দ্র তাদেরই বদল হবে যারা এই মুহুর্তে স্কুল এলাকার থেকে দূরে অ🔴ন্য জেলায় নিজেদের বাড়ি চলে গেছে।
প্রতিটি জেলার CBSE অনুমোদিত স্কুল গুলিরဣ মধ্যে একটি স্কুলকে নোডাল পরীক্ষা কেন্দ্র হিসেবে স্থির করা হবে। যেসব পরীক্ষার্থী পূর্বের জেলা থেকে ভারতে অন্য জেলাতে স্থানান্তরিত হয়েছে কেবল তারাই এই নোডাল পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে পারবে।
করোনা র জেরে যে সব পরীক্ষার্থী স্কুল অঞ্চলের জেলা ছেড়ে অন্য জেলায় চলে গেছে কেবল তারাই পরীক্ষা কেন্দ্র পরিবর্তনের আবেদন করতে পারব🐬ে। এছাড়া রাজ্য সরকারের স্পনসর করা শিক্ষার্থী এবং যে সব পড়ুয়া হস্টে🌠লে থাকত তাদের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য।
কন্টেনমেন্ট জোনে কোনও পরীক্ষাকেন্দ্♓র রাখা যাবে না। যদি কোনও স্কুল কন্টেনমেন্ট জোনে অবস্থিত হয়, সে ক্ষেত্রে ওই স্কুলের শিক্ষার্থীদের কনটেনমেন্ট জোনের বাইরে নির্দিষ্ট পরীক্ষাকেন্দ্রে গিয়ে পরীক্ষা দিতে হবে।