আগামী শিক্ষা বর্ষে ISC পরীক্ষায় বদল আনছে ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট একজামিনেশন (CISCE)। ২০২১ সালের শিক্ষাবর্ষ থেকে দ্বাদশ শ্রেণির অর্থাৎ ISC শিক্ষার্থীদের ইংরেজি ও গণিতে ১০০ এর পরিবর্তে ৮০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। সম্প্রতি এক বিজ্ꦛঞপ্তিতে এ কথা জানিয়েছে CISCE। বাকি 20 নম্বর বরাদ্দ থাকবে প্রজেক্ট ওয়ার্ক-এর জন্য ।
শিক্ষার্থীরা প্রজেকꦫ্ট ওয়ার্ক-এর জন্য 🌸নির্দিষ্ট তালিকা থেকে নিজেদের পছন্দ মতো বিষয় বেছে নিতে পারবে।
ইংরেজির ২০ নম্বরের প্রজেক্ট ওয়ার্ক শোনা, কথা বলা এবং লেখার জন্য আলাদা ভাগে বౠিভক্ত থাকবে। প্রতিটি বিভাগের মূল্যায়নের জন্য ৫ নম্বর করে বরাদ্দ থাকবে। অভ্যন্তরীণ মূল্যায়নের (internal assessment) মাধ্যমে নম্বর দেওয়া হবে। বাকি ৫ নম্বর থাকবে লেখার দক্ষতার (writing skill) জন্য। এই নম্বর দেওয়া হবে ব꧑াহ্যিক মূল্যায়নের ভিত্তিতে।
গণিতে র ক্ষেত্রে, শিক্ষার্থীদের থিওরি থেকে যে কোনও ব🐓িষয়ের ওপর ২টি প্রজেক্ট বেছে নিতে হবে। নির্বাচনের জন্য শিক্ষার্থীদের ৩টি তালিকা দেওয়া হবে ।
সম্প্রতি CBSE পাঠ্যক্রমের সঙ্গে শিল্পকে যুক্ত করার উদ্যোগ নিয়েছে।🅠 এই কারণেই প্রথম থেকে দশম শ্রেণি🤡র জন্য ‘এক ভারত শ্রেষ্ঠ ভারত’ নামের একটি প্রজেক্ট বাধ্যতামূলক করা হয়েছে।
বর্তমান ব্যাচের, CBSE এবং CISCE এর স্থগিত পরীক্ষার বিস্তারিত দিন ক্ষণ এখনও ঘোষণা করা হয়নি। তবে CBSE-র ক্ষেত্রে জানানো হয়েছে, ১ জুলাই থেকে মুলতুবি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ICSE🍌, ISC অবশ্য বিজ্ঞপ্তি জারি করে আগেই জানিয়েছিল, অবশিষ্ট পরীক্ষা শনিবার ও রবিবার-সহ ৬ থেকে ৮ দিনের মধ্যে শেষ করা হবে।