উচ্চ মাধ্যমিকের পর এবার কলেজে ভর্তির নির্ঘণ্ট প্রকাশ করল পশ্চিমবঙ্গ শিক্ষা দফতর। তাতে জানানো হয়েছে, আগামী ১০ অগাস্ট থেকে শুরু হবে কলেজে ভর্তি। গোটা প্রক্রিয়া হবে অনলাইনে। ভর্তি হতে কলেজে যেতে হবে না পড়ুয়া বা অভিভাবকদের। বৃহস্পতিবার এই মর্মে নির্দেশিকা জারি করেছে শিক্ষা দফতর। নির্দেশিকায় জানানো হয়েছে, ভর্তি হবে মেধার ভিত্তিতে। আবেদনকারীদের কাউন্সেলিং বা ভেরিফিকেশনের জন্য কলেজে ডাকা যাবে না। সশরীরে কলেজ বা বিশ্ববিদ্যালয়ে হাজির হওয়ার কোনও প্রয়োজন নেই।যোগ্য আবেদনকারীদের সঙ্গে ইমেইল বা চিঠিতে সরাসরি কলেজ কর্তৃপক্ষকে যোগাযোগ করতে হবে। ভর্তির ফি অনলাইনে বা নির্দিষ্ট ব্যাঙ্কে জমা দিতে হবে ছাত্রছাত্রীদের। কলেজে টাকা নেওয়া যাবে না।অনলাইন ফর্মে সমস্ত মার্কশিট ও সার্টিফিকেটের স্ক্যানড কপি আপলোড করতে হবে আবেদনকারীকে। ক্লাস শুরুর সময় ছাত্রছাত্রীরা কলেজে এলে তার ভেরিফিকেশন হবে। কেউ ভুয়ো তথ্য দিয়ে থাকলে তখন তাঁর ভর্তি বাতিল হবে। ভর্তিপ্রক্রিয়া চলাকালীন সমস্ত সংশ্লিষ্ঠ ব্যক্তিকে করোনাসংক্রমণ রোখার জন্য জারি করা সরকারি বিধিনিষেধ মেনে চলতে হবে।