আজ থেকে রাজ্যে শুরু হল স্নাতক স্তরে ভরতির প্রক্রিয়া। আগামী ৫ অগস্ট পর্যন্ত অ▨নলাইনে আবেদন চলবে। বিভিন্ন কলেজের ওয়েবসাইটে গিয়ে পড়ুয়ারা আবেদন করতে পারবেন। সেই আবেদনের ভিত্তিতে মেধাতালিকা প্রকাশিত হবে। তারপর ভরতির প্রক্রিয়া সম্পূর্ণ করে শুরু হবে ক্লাস।
এবার ১০ জুন উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশিত হয়েছে। প্রাথমিকভাবে এবার কেন্দ্রীয়ভাবে অনলাইনে স্নাতক স্তরে ভরতির প্রক্রিয়া চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরে সেই সিদ্ধান্ত থেকে পিছু হটে যায় রাজ্য সরকার। তার ফলে আগের মতোই ভরতি প্𓂃রক্রিয়া শুরু হয়েছে। তবে এবার যখন পশ্চিমবঙ্গের কলেজগুলিতে স্নাতক স্তরে ভরতির প্রক্রিয়া শুরু হল, তখনও আইএসসি দ্বাদশ এবং সিবিএসই দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল এখনও প্রকাশিত হয়নি।
কলেজে (স্নাতক স্তর) ভরতির প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ দিনক্ষণ (College UG Admission)
- স্নাতক স্তরে ভরতির আবেদন শুরু: ১৮ জুলাই।
- স্নাতক স্তরে ভরতির আবেদন শেষ: ৫ অগস্ট।
- কলেজে স্নাতক স্তরে ভরতির প্রথম মেধাতালিকা প্রকাশ: আগামী ১৬ অগস্টের মধ্যে প্রথম
- স্নাতক স্তরে ভরতি প্রক্রিয়া শেষ করার সময়সীমা: আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে সেই প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
- প্রথম সেমেস্টারের ক্লাস শুরুর সময়: আগামী ১৯ সেপ্টেম্বর।
কী কী নিয়ম মানতে হবে?
- মেধার ভিত্তিতে অনলাইনে ভরতির প্রক্রিয়া চলবে। ভরতির প্রক্রিয়ার সময় তথ্য যাচাই বা কাউন্সেলিংয়ের জন্য পড়ুয়াদের কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ডাকা যাবে না। ভরতির প্রক্রিয়ার সময় পড়ুয়াদের সশরীর কলেজে বা বিশ্ববিদ্যালয়ে যেতে হবে না।
- গত বছরের মতোই অনলাইনে ভরতির প্রক্রিয়ার সময় তথ্য স্ক্যান বা আপলোডের জন্য আবেদনকারীদের থেকে কোনও টাকা নেওয়া যাবে না। কলেজ বা বিশ্ববিদ্যালয়ের আবেদনপত্র বা প্রসপেক্টাস দেওয়ার জন্য কোনও অর্থ নেওয়া যাবে না।
- ইমেল বা টেলিকমিউনিকেশনের মাধ্যমে যোগ্য প্রার্থীদের সরাসরি জানাতে হবে।
- অনলাইনে বা নির্দিষ্ট ব্যাঙ্কে ফি দিতে হবে। সেজন্য কলেজে যেতে হবে না।
- যাচাইয়ের জন্য যোগ্য প্রার্থীদের তালিকা সংশ্লিষ্ট ব্যাঙ্কের হাতে তুলে দিতে হবে। মেধাতালিকার ভিত্তিতে ব্যাঙ্কে টাকা জমা দিতে হবে।
- অনলাইনে আবেদনের জন্য যাবতীয় নথি আপলোড করতে হবে। যদি প্রয়োজন হয়, তাহলে কলেজে ভরতির পর নথি যাচাই করা যাবে। অনলাইনের ফর্মের সঙ্গে নথির মিল না থাকলে ওই পড়ুয়ার ভরতি প্রক্রিয়া বাতিল করে দেওয়া হবে।
- সবপক্ষকে সরকারের যাবতীয় করোনাভাইরাস বিধি মেনে চলতে হবে।