কলেজে ভর্তি হওয়ার জন্য অনলাইনে আপলোড করা তথ্যের সঙ্গে রেজিস্ট্রেশনের সম🧸য় বিশ্ববিদ্যালয়ে জমা দেওয়া কোনও ডকুমেন্টে ভুল ধরা পড়লে বা ভুল হলে সেই ছাত্র বা ছাত্রীর ভর্তি প্রক্রিয়া বাতিল করে দেওয়া হব𒁃ে। এমনই নির্দেশিকা জারি করল কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
স্নাতক স্তরে প্রথম বর্ষের পড়ুয়াদের রেজিস্ট্রেশন এবার কౠরোনা আবহে সম্পূর্ণ প্রক্রিয়াই হচ্ছে অনলাইনে। তার জন্যই ভেরিফিকেশনের ওপর বাড়তি গুরুত্ব আরোপ করেছে কলকাতা বিশ্ববিদ্যালয়। কী ভাবে তথ্য ভেরিফিকেশন করতে হবে, সে বিষয়ে বিশ্ববিদ্যালয়ের তরফে বিস্তার𒁃িত গাইডলাইন দেওয়া হয়েছে অধীনস্থ প্রত্যেকটি কলেজের অধ্যক্ষদের।।
ব🌳িশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, ভেরিফিকেশন প্রক্রিয়ায় দেখতে হবে ছাত্র-ছাত্রীর নাম এবং তাঁদের অভিভাবকদের নাম উচ্চ মাধ্যমিকের মার্কশিট এবং অ্যাডমিট কার্ডে থাকা নামের সঙ্গে মিলছে কি না। দ্বিতীয়ত, লিঙಞ্গ, জাত এবং জাতিগত তথ্যও যাচাই করতে হবে। কোনও ভাবেই নেট থেকে ডাউনলোড করা কপির তথ্য যাতে না দেওয়া হয়, তা সুনিশ্চিত করতে হবে।
কলেজ অধ্যক্ষদের জানিয়ে দেওয়া হয়েছে, স্নাতক স্তরে প্রথম বর্ষের ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রে যদি দেখা যায় ভর্তি হওয়ার সময় যে সমস্ত ডকুমেন্ট আপলোড করা হয়েছে, তা ভুল বা অবৈধ, তাহলে সেই ছাত্র বা ছাত্রীর বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ রেজি𓂃স্ট্রেশন প্রক্রিয়া বাতিল করে দেওয়া হবে।।
অনেক কলেজের তরফেই অধ্যক্ষরা অভিযোগ জানিয়েছেন, বিভিন্ন কলেজের ছাত্র-ছাত্রীরা বেশি নম্বর দিয়ে অনলাইনে তথ্য আপলোড করেছেন। যার জেরে সমস্যার মুখে পড়েছেন কলেজের আধিকারিকরা। এই সংক্রান্ত অভিযোগের জন্যই কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে এই সংক্রান্ত নির্দেশ দেওয়া হয়েছে বল𒈔েই মনে করা হচ্ছে।
ভেরিফিকেশন প্রক্রিয়া আগামী ২৪ ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে বলেও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কলেজের অধ্যক্ষদের নির্দেশ দিয়েছেন। তবে শুধু ভেরিফিকেশন প্রক্রিয়াযই নয়, কলেজের তরফে প্রক্রিয়া শুরু করার জন্য পৃথক ভ🅠াবে নোটিশ দেওয়া হয়েছে অধ্যক্ষদের।&nbs𒅌p;
প্রসঙ্গত, প্রথম বর্ষের পড়ুয়াদের এখনও পর্যন্ত অফলাইনে ক্লাস চালু না হলেও সেই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের তরফের যাব🤡তীয় প্রক্রিয়া কার্যত সেরে রাখা হচ্ছে।