মাতৃভাষাতে উচ্চশিক্ষা। এই লক্ষ্য নিয়েই এবার বাংলাসহ আটটি আঞ্চলিক ভাষায় ইঞ্জিনিয়ারিং শিক্ষাকে অনুমোদন দিল অল ইন্ডিয়া টেকনিক্যাল এডুকেশন। ভবিষ্যতে মোট ১১টি আঞ্চলিক ভাষায় ইঞ্জিনিয়ারিং-এর কোর্সের অনুমোদন দেওয়া হবে।বাংলা ছাড়া আর কোন ভাষা?বাংলা ছাড়াও অনুমোদন দেওয়া হয়েছে হিন্দি, মারাঠি, গুজরাটি, তামিল, তেলুগু, কন্নড় এবং মালায়ালম ভাষাকে।আঞ্চলিক ভাষায় ইঞ্জিনিয়ারিংয়ে সমস্যা হবে না?বিশেষজ্ঞদের মতে, ইঞ্জিনিয়ারিংয়ের মূল টার্মগুলি- যেক্ষেত্রে আঞ্চলিক ভাষা ব্যবহার করলে উল্টে বুঝতে সমস্যা হবে, সেগুলি ইংরাজি থাকবে। খালি যেখানে সম্ভব, ভাষার পরিবর্তন করা যেতে পারে।এক্ষেত্রে উল্লেখ্য, জার্মানি, ফ্রান্স, রাশিয়া, জাপান এবং চিন সহ একাধিক দেশে আঞ্চলিক ভাষাতে উচ্চশিক্ষার ব্যবস্থা রয়েছে।সুবিধা পাবেন মেধাবী কিন্তু ইংরাজিতে পিছিয়ে থাকা পড়ুয়ারা:অনেকক্ষেত্রেই স্কুলে ছোট থেকে ইংরাজি শিক্ষার ভিত নড়বড়ে থাকে। অন্যান্য বিষয়ে তাই দক্ষ হলেও ইংরাজির প্রতি ভিতি থেকেই যায়। সেক্ষেত্রে সেই ছাত্রদের কিছুটা সুবিধা হবে।কেন্দ্রীয় সরকারের নয়া শিক্ষা নীতিতে আঞ্চলিক ভাষায় উচ্চশিক্ষার লক্ষ্যের অংশ হিসাবে এই সিদ্ধান্ত।ইতিমধ্যেই আঞ্চলিক ভাষায় কোর্স তৈরীর কাজ শুরু করেছে এআইসিটিই। চলছে অনুবাদের কাজ।