করোনার কারণে রাজ্যের স্কুল ও কলেজের ফি অনেকটাই মুকুব করল ত্রিপুরা সরকার। পড়ুয়াদের আর্থিক অবস্থার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ।শিক্ষা মন্ত্রী রতন লাল নাথ বলেন, ২০১৩ সাল থেকে স্কুল ছাত্রছাত্রীদের কাছ থেকে প্রতি বছর নূন্যতম ফি নেওয়া হয়। প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের থেকে স্পোর্টস ফি ১০ টাকা, লাইব্রেরি ফি ৫ টাকা, সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য ১০ টাকা ও শিক্ষক দিবসের জন্য ৫ টাকা করে মোট ৩০ টাকা নেওয়া হয়। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের থেকে ফি বাবদ নেওয়া হয় ৩৫ টাকা। এ বছর করোনার জন্য শিক্ষা দফতর সিদ্ধান্ত নিয়েছে পড়ুয়াদের কাছ থেকে এই ফি নেওয়া হবে না।শিক্ষামন্ত্রী আরও বলেন, রাজ্যে সরকারি স্কুলে ছাত্রছাত্রীদের সংখ্যা ৫ লক্ষ ৯২ হাজার ২৪৭। এদের থেকে বকেয়া মোট ফি ১ কোটি ৯৪ লক্ষ ২৬ হাজার ৪১০ টাকা মকুব করা হয়েছে। কলেজের ক্ষেত্রেও ফি অনেকটাই কমানো হয়েছে।রাজ্যের ২২ টি সাধারন ডিগ্রি কলেজের ৪৭২৪৯ জন পড়ুয়াকে প্রথম,তৃতীয় ও পঞ্চম সেমিস্টারের ফি দিতে হয়। আর্টস পাস কোর্সে প্রথম সেমিস্টারের ৬৩৬ টাকা দিতে হয়। এ বার রাজ্য সরকার ৩২৬ টাকা মকুব করেছে। শিক্ষার্থীদের দিতে হবে ৩১০টাকা। সায়েন্স, কমার্স ও অনার্সের পড়ুয়াদের প্রথম সেমিস্টারের দিতে হয় ১১২৮ টাকা। এবার তাদের দিতে হবে ৩৪৮ টাকা। তৃতীয় সেমিস্টারে আর্টসের পড়ুয়াদের দিতে হয় ৩১৬ টাকা। এবার দিতে হবে ১০ টাকা। পঞ্চম সেমিস্টারে ও ১০ টাকা দিতে হবে। সায়েন্স, কমার্স ও অনার্সের পড়ুয়াদের ৭৩৮ টাকার পরিবর্তে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে দিতে হবে ১২ টাকা এবং MBB বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ১০ টাকা দিতে হবে। সব মিলিয়ে মোট ১ কোটি ৪৮ লক্ষ ২৪ হাজার ৬৭৪ টাকা ফি কমানো হয়েছে।BEd কলেজের ছাত্রছত্রীদের প্রথম সেমিস্টারে ২১০ টাকার পরিবর্তে ৬০ টাকা দিতে হবে। তৃতীয় সেমিস্টারে কোনও ফি লাগবে না।আইন কলেজে তৃতীয়, পঞ্চম, সপ্তম ও নবম সেমিস্টারে ১০ টাকা করে। প্রথম সেমিস্টারে ৫০৭ টাকার পরিবর্তে ৩১০ টাকা দিতে হবে।মিউজিক কলেজে প্রথম সেমিস্টারে শিক্ষার্থীদের ৬১৭ টাকার পরিবর্তে ২৭২ টাকা দিতে হবে। তৃতীয় ও পঞ্চম সেমিস্টারে দিতে হবে ১২ টাকা। একইভাবে আর্ট কলেজের প্রথম সেমিস্টারে ৬৬২ টাকার পরিবর্তে ২৯০ টাকা দিতে হবে। পঞ্চম ও তৃতীয় সেমিস্টারে ১০ টাকা করে দিতে হবে।TIT শিক্ষার্থীর সংখ্যা ১১০০। প্রথম সেমিস্টারে শিক্ষার্থীদের ফি বাবদ দিতে হত ৬৯৩০ টাকা। এবার ২০০ টাকা দিতে হবে। তৃতীয়, পঞ্চম ও সপ্তম সেমিস্টারে কোনও ফি লাগবে না।পলিটেকনিক কলেজের প্রথম সেমিস্টারে ৩৬৬১ টাকার বদলে ৩২০০ টাকা দিতে হবে। তৃতীয় ও পঞ্চম সেমিস্টারে ৩০০০ টাকা দিতে হবে। কলেজ স্তরে সব মিলিয়ে মোট ৪,৩১,৭৭, ১৩২ টাকা ফি ছাড় দেওয়া হয়েছে।