পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দফতরের অধীনে নিয়োগ। ঝাড়গ্রাম জেলার স্বাস্থ্য দফতরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।বর্তমানে পেশাদার পড়াশোনার ক্ষেত্রে নার্সিং বেশ জনপ্রিয়। আর তা হবে না-ই বা কেন। নার্সিং পেশা হিসাবে চ্যালেঞ্জিং হলেও, সমাজে তার গুরুত্বও অনেক। তাছাড়া নার্সিংয়ের মতো পেশাদার পড়াশোনায় চাকরি পাওয়াও অনেক সহজ হয়।কিন্তু জেলার পড়ুয়াদের বেশিরভাগ ক্ষেত্রেই দূরের শহরে গিয়ে কাজ করতে হয়। ফলে এক্ষেত্রে ঝাড়গ্রাম জেলার নার্সিং প্রশিক্ষণপ্রাপ্তদের জন্য এটি সুবিধাজনক হতে পারে।কোন পদে নিয়োগ?কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট(গ্রুপ-সি) পদে নিয়োগ করা হবে।শিক্ষাগত যোগ্যতা :আবেদনকারীকে স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ANM অথবা GNM পাশ হতে হবে।আবেদনকারীকে ঝাড়গ্রাম জেলার বাসিন্দা হতে হবে।মোট শূন্যপদ : ৪টি। ফলে প্রতিযোগিতা যে যথেষ্ট বেশি, তা বলাই বাহুল্য।বয়সসীমা: আবেদনকারীর বয়স ১ জানুয়ারি ২০২২-এর হিসাব অনুযায়ী ২১-৪০ বছরের মধ্যে হতে হবে।বেতন : মাসে ১৩,০০০ টাকা।কীভাবে আবেদন করবেন:আবেদনে ইচ্ছুক প্রার্থীরা এই লিঙ্কে ক্লিক করে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।অফলাইনেও আবেদন করা যাবে। সেক্ষেত্রে আবেদনপত্র ডাউনলোড করে তা পূরণ করতে হবে। তার পর তা পাঠাতে হবে এই ঠিকানায়: Office of The Medical Officer of Health, Jhargram, P.O. - Raghunathpur, Jhargram- 721507, Jhargram District Hospital Complex আবেদনের তারিখ :অনলাইনে - ৩ অগস্ট পর্যন্ত,অফলাইনে - ৫ অগস্ট পর্যন্ত আবেদন করা যাবে।