যাঁরা বই খুঁটিয়ে পড়ে গিয়েছিলেন, তাঁদের ভালো নম্বর তো উঠবেই। যাঁরা সাজেশন-ভিত্তিক পড়াশোনা করে গিয়েছিলেন, তাঁরাও উচ্চমাধ্যমিকের বাণিজ্য বিভাগের বিজনেস স্টাডিজ পরীক্ষায় বেশ ভালো নম্বর পাবেন। এমনই মনে করছেন বাণিজ্য বিভাগের শিক্ষক কুন্তল কর্মকার। তিনি জানিয়েছেন, একেবারে সহজ-সরল প্রশ্ন ဣএসেছে। এমসিকিউ বিভাগের প্রশ্ন হোক বা এসএকিউ বিভাগের প্রশ্ন হোক বা বড় প্রশ্ন হোক- কোনও প্রশ্নই ঘু💧রিয়ে করা হয়নি। যে পরীক্ষার্থীরা গুছিয়ে উত্তর লিখেছেন, তাঁরা অনায়াসে ৭৫-৮০ নম্বর (প্রোজেক্ট মিলিয়ে) পেয়ে যাবেন। আর যাঁরা আরও ভালোভাবে উত্তর লিখেছেন, তাঁদের নম্বর আরও বাড়বে বলে জানিয়েছেন বাণিজ্য বিভাগের শিক্ষক।
এমসিকিউ এবং এসএকিউ প্রশ্ন
তিনি বলেছেন, ‘এবার উচ্চমাধ্যমিকে বাণিজ্য বিভাগের বিজনেস স্টাডিজ পরীক্ষার প্রশ্ন সোজা হয়েছে। এমসিকিউ প্রশ্ন নর্ম্যাল এসেছে। যেমন প্রশ্ন আসে, সেরকমই এসেছে। আর সেটা সহজই হয়েছে। এসএকিউয়ের ক্ষেত্রেও ঠিক সেটাই হয়েছে। কোনও ঘোরানো বা জটিল প্রশ্ন আসেনি। একদম সরল-সহজ প্রশ্ন এসেছে। সব পরীক্ষার্থীই ভালোভাবে গুছিয়ে উত্তর দিতে পারবে। ওই দুটি অংশ♊ থেকে ভালো নম্বর উঠবে।’
বড় প্রশ্ন
বাণিজ্য বিভাগের শিক্ষক বলেছেন, ‘বড় প্রশ্ন একদম সহজ এসেছে। কোনও প্রশ্ন ঘুরিয়ে করা হয়নি। সহজেই সব প্রশ্নে🐭র উত্তর দিতে পারবে পড়ুয়ারা।’ তিনি জানিয়েছেন, এবার উচ্চমাধ্যমিকের বাণিজ্য বিভাগের বিজনেস স্টাডিজ পরীক্ষার যে প্রশ্ন হয়েছে, তাতে যাঁরা সাজেশন-নির্ভর পড়াশোনা করে গিয়েছিলেন, তাঁদেরও ভালো পরীক্ষা হওয়ার কথা। কারণ যা যা আশা করা হয়েছিল, সেরকমই প্রশ্ন এসেছে।
কত নম্বর উঠবে?
বাণিজ্য বিভাগের শিক্ষক জানিয়েছেন, এবার যা🌠 প্রশ্ন হয়েছে, তাতে একটু গুছিয়ে লিখতেই ৭৫-৮০ নম্বর পেতে বেশি কসরৎ করতে হবে না। অনেকেই ৯০ নম্বর পেয়ে যাবেন বলে মনে করছেন বাণিজ্য বিভাগের শিক্ষক।
উচ্চমাধ্যমিকের বিভিন্ন বিষয়ের প্রশ্নের রিভিউ
১) উচ্চমাধ্যমিকের বাংলার প্রশ্নপত্র কেমন হয়েছে? রিভিউ পড়তে ক্লিক করুন এখানে
২) উচ্চমাধ্যমিকের ইংরেজির প্রশ্নপত্র কেমন হয়েছিল? রিভিউ পড়তে ক্লিক করুন এখানে
৩) উচ্চমাধ্যমিকের অর্থনীতির প্রশ্নপত্র কেমন হয়েছে? রিভিউ পড়তে ক্লিক করুন এখানে
৪) উচ্চমাধ্যমিকের পদার্থবিদ্যার প্রশ্নপত্র কেমন হয়েছে? রিভিউ পড়তে ক্লিক করুন এখানে
৫) উচ্চমাধ্যমিকের কম্পিউটার অ্যাপ্লিকেশনের প্রশ্নপত্র কেমন হয়েছে? রিভিউ পড়তে ক্লিক করুন এখানে
৬) উচ্চমাধ্যমিকের দর্শনের প্রশ্নপত্র কেমন হয়েছে? রিভিউ পড়তে ক্লিক করুন এখানে
৭) উচ্চমাধ্যমিকের এডুকেশনের প্রশ্নপত্র কেমন হয়েছে? রিভিউ পড়তে ক্লিক করুন এখানে
৮) উচ্চমাধ্যমিকের রসায়নের প্রশ্নপত্র কেমন হয়েছে? রিভিউ পড়তে ক্লিক করুন এখানে
৯) উচ্চমাধ্যমিকের সাংবাদিকতা ও গণজ্ঞাপনের প্রশ্নপত্র কেমন হয়েছে? রিভিউ পড়তে ক্লিক করুন এখানে
১০) উচ্চমাধ্যমিকের ইতিহাসের প্রশ্নপত্র কেমন হয়েছে? রিভিউ পড়তে ক্লিক করুন এখানে
১১) উচ্চমাধ্যমিকের অঙ্কের প্রশ্নপত্র কেমন হয়ে🌼ছে? রিভিউ পড়তে ক্লিক করুন এখানে
১২) উচ্চমাধ্যমিকের সাইকোলজির প্রশ্নপত্র কেমন হয়েছে? রিভিউ পড়তে ক্লিক করুন এখানে