ফিজিক্স আগেই হয়ে গিয়েছে। আজ উচ্চমাধ্যমিকের কেমিস্ট্রি (রসায়ন) পরীক্ষাও হয়ে গেল। যে বিষয় নিয়ে অনেকের মনেই ভয় থাকে। কেমন প🐼্রশ্ন আসবে, তা নিয়ে কিছুটা উদ্বেগে থাকেন পরীক্ষার্থীদের একাংশ। কিন্তু এবার উচ্চমাধ্যমিকের কেমিস্ট্রিতে যা প্রশ্ন হয়েছে, তাতে পরীক্ষার্থীদের উদ্বেগের কোনও কারণই নেই বলে মনে করছেন নসিবপুর হাইস্কুলের কেমিস্ট্রির শিক্ষক অতনু পাল। তাঁর মতে, ২০২৪ সালের উচ্চমাধ্যমিকের প্রশ্ন একেবারে সহজ হয়েছে। ﷽মোটামুটি কমন এসেছে প্রশ্ন। ফলে নম্বরও ভালো উঠবে বলে জানিয়েছেন নসিবপুর হাইস্কুলের কেমিস্ট্রির শিক্ষক।
শনিবার উচ্চমাধ্যমিক পরীক্ষার শেষে ‘হিন্দুস্তান টাইমস বাংলা’-কে তিনি বলেন, ‘এবার কেমিস্ট্রির প্রশ্ন বেশ সহজ এসেছে। গত ক♒য়েক বছরের তুলনায় এবারের প্রশ্ন বেশ সহজ হয়েছে। এমসিকিউ মধ্যম মানের ছিল। কঠিন হয়েছে, ܫসেটা কোনওভাবেই বলা যাবে না। স্ট্যান্ডার্ড এমসিকিউ ছিল। ছোট প্রশ্ন বেশ সহজ ছিল। নিউমেরিক্যাল এবার একটু কম এসেছে। তবে যেগুলি এসেছে, সেগুলি একেবারে চেনা ধাঁচের। পড়ুয়ারা সহজেই পারবে।’
অর্গ্যানিক ও ইন-অর্গ্যানিক কেমিস্ট্রির প্রশ্ন কেমন হয়েছে?
নসিবপুর হাইস্কুলের কেমিস্ট্রির 🎃শিক্ষক বলেন, ‘অর্গ্যানিক কেমিস্ট্রি হল পড়ুয়াদের অন্যতম ভয়ের জায়গা। অন্য়ান্য বছরের তুলনায় এবারের উচ্চমাধ্যমিকে অর্গ্যানিক কেমিস্ট্রির প্রশ্ন সোজা এসেছে। তুলনামূলকভাবে ইন-অর্গ্যানিক কেমিস্ট্রির কয়েকটি প্রশ্ন ঘুরিয়ে করা হয়েছে। তবে সেগুলি যে পড়ুয়ারা পারবে না, সেটা একেবারেই নয়। সহজেই উত্তরജ দিতে পারবে তারা।’
পড়ুয়াদের 'প্রিয়' ৩ অধ্যায়ের প্রশ্ন কঠিন হয়েছে?
নসিবপুর হাইস্কুলের কেমিস্ট্রির শিক্ষক বলেন, ‘মেটালার্জি বিভাগ থেকে একেবারে সহজ প্রশ্ন এসেছে। কো-অর্ডিনেশন বা জটিল যৌগ থেকেও সহজ প্রশ্ন করা হয়েছে। কেমিস্ট্রির যে তিনটি 𝓡অধ্যায় থেকে পড়ুয়ারা বেশি নম্বর তুলতে চায় (জীবজ অণু, পলিমার এবং দৈ꧂নন্দিন জীবনে রসায়ন), সেখান থেকেও বেশ সহজ প্রশ্ন এসেছে।’
তাহলে কত নম্বর উঠতে পারে এবারের কেমিস্ট্রিতে?
নস⭕িবপুর হাইস্কুলের কেমিস্ট্রির শিক্ষকের মতে, ‘এবারের উচ্চমাধ্যমিকে ৭০ শতাংশ বা ৮০ শতাংশ নম্বর পাওয়া একেবারেই কঠিন নয়। বরং সহজেই সেই নম্বর পা🦩বে পড়ুয়ারা।’
উচ্চমাধ্যমিকের বিভিন্ন বিষয়ের প্রশ্নের রিভিউ
১) উচ্চমাধ্যমিকের বাংলার প্রশ্নপত্র কেমন হয়েছিল? রিভিউ পড়তে ক্লিক করুন এখানে
২) উচ্চমাধ্যমিকের ইংরেজির প্রশ্নপত্র কেমন হয়েছিল? রিভিউ পড়তে ক্লিক করুন এখানে
৩) উচ্চমাধ্যমিকের অর্থনীতির প্রশ্নপত্র কেমন হয়েছিল? রিভিউ পড়তে ক্লিক করুন এখানে
৪) উচ্চমাধ্যমিকের পদার্থবিদ্যার প্রশ্নপত্র কেমন হয়েছিল? রিভিউ পড়তে ক্লিক করুন এখানে
৫) উচ্চমাধ্যমিকের কম্পিউটার অ্যাপ্লিকেশনের প্রশ্নপত্র কেমন হয়েছিল? রিভিউ পড়তে ক্লিক করুন এখানে
৬) উচ্চমাধ্যমিকের দর্শনের প্রশ্নপত্র কেমন হয়েছিল? রিভিউ পড়তে ক্লিক করুন এখানে
৭) উচ্চমাধ্যমিকের এডুকেশনের প্রশ্নপত্র কেমন হয়েছিল? রিভিউ পড়তে ক্লিক করুন এখানে