বৃহস্পতিবার উচ্চমাধ্যমিকের কমপিউটার অ্যাপ্লিকেশন এবং কমপিউটার সায়েন্স পরীক্ষা হল। যাঁরা আর্টস বিভাগে পড়াশোনা করছে, তাদের কেউ এই কমপিউটার অ্যাপ্লিকেশন বিষয়টি নিতে পারে। ভালো নম্বর তোলার সুযোগ এই বিষয়টিতে রয়েছে বলেই মনে করেন বহু শিক্ষক এবং ছাত্রছাত্রীরা। এবার উচ্চমাধ্যমিকে কমপিউটার অ্যাপ্লিকেশনের প্রশ্ন কেমন হল, কত নম্বর উঠতে পারে, কঠিন হল কি না, তা নিয়ে ডায়মন্ড হারবার ভারত সেবাশ্রম স💮ঙ্ঘ প্রণব বিদ্যাপীঠের কম্পিউটার ꦇঅ্যাপ্লিকেশনের শিক্ষক গণেশ চন্দ্র ন্যায়বানের সঙ্গে যোগাযোগ করেছিল ‘হিন্দুস্তান টাইমস বাংলা’। ২০২৪ সালের উচ্চমাধ্যমিকের কমপিউটার অ্যাপ্লিকেশন পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে তিনি কী বললেন, তা দেখে নিন।
শিক্ষকের মতে কমপিউটার অ্যাপ্লিকেশন পরীক্ষার প্রশ্নপত্র কেমন হয়েছে
ডায়মন্ড হারবার ভারত সেবাশ্রম সঙ্ঘ প্রণব 💟বিদ্যাপীঠের কম্পিউটার অ্যাপ্লিকেশনের শিক্ষক গণেশ চন্দ্র ন্যায়বানের মতে, এবারের উচ্চমাধ্যমিকের কমপিউটার অ্যাপ্লিকেশন পরীক্ষা প্রশ্নপত্র বেশ ভালো হয়েছে। এই প্রশ্নে ছাত্রছাত্রীদꦏের ভালো নম্বর তোলার অনেকখানি সুযোগ রয়েছে বলে তিনি মনে করেন। তাঁর মতে, একটু মন দিয়ে বিষয়টি পড়া থাকলে অনায়াসেই ৮০ শতাংশ নম্বর উঠে আসবে এই প্রশ্নপত্র থেকে। গুছিয়ে ভালো করে উত্তর লেখার মতো প্রশ্ন হয়েছে।
বিভিন্ন বিষয়ের প্রশ্ন নিয়ে বলেত গিয়ে শিক্ষকমশাই বলেন, অ্যাকসেস, HTML কোডিং, ডেটাবেস থেকে ভালো প্রশ্ন এসেছে। মোটামুটি সমস্ত বিভাগের উপরই জ𝔍োর দেওয়া হয়েছে। নেট𓃲ওয়ার্ক-এর অংশ থেকে ছোট প্রশ্নও বেশ ভালো হয়েছে। তাঁর মতে, এই বিভাগগুলি থেকে ভালো নম্বর তোলার যথেষ্ট সুযোগ রয়েছে।
প🌃্রশ্ন যা হয়েছে, সেটি সিলেবাস থেকই হয়েছে। খুব বেশি সমস𒐪্যায় পড়তে হয়নি ছাত্রছাত্রীদের। এমনই মনে করছেন শিক্ষক। তবে যাঁরা শুধুমাত্র সাজেশনটুকু অনুসরণ করেছে, তার বাইরে খুঁটিয়ে পড়েনি, তাদের ক্ষেত্রে সামান্য সমস্যা হয়ে থাকতে পারে বলে তাঁর মত।
কী বলছে পরীক্ষার্থীরা
কাঁচরাপাড়া ইন্ডিয়ান গার্লস হাইস্কুলের পড়ুয়া মোনালি রাহা বলেছেন, ‘পরীক্ষা ভালো হয়েছে। এমসিকিউ একটু ঘুরিয়ে এসেছিল। কিন্তু সার্বিকভাবে প্রশ্ন ভালো এসেছে।’ অন্য পরীক্ষার্থীদের মতেও, প্রশ্নপত্র ভালো হয়েছে। এই প্রশ্নপত🗹্রে নম্বর তোলার সুযোগ রয়েছে যথেষ্টই।
উচ্চমাধ্যমিকের বিভিন্ন বিষয়ের প্রশ্নের রিভিউ
১) উচ্চমাধ্যমিকের বাংলার প্রশ্নপত্র কেমন হয়েছিল? রিভিউ পড়তে ক্লিক করুন এখানে
২) উচ্চমাধ্যমিকের ইংরেজির প্রশ্নপত্র কেমন হয়েছিল? রিভিউ পড়তে ক্লিক করুন এখানে
৩) উচ্চমাধ্যমিকের অর্থনীতির প্রশ্নপত্র কেমন হয়েছিল? রিভিউ পড়তে ক্লিক করুন এখানে
৪) উচ্চমাধ্যমিকের পদার্থবিদ্যার প্রশ্নপত্র কেমন হয়েছিল? রিভিউ পড়তে ক্লিক করুন এখানে