প্রথম এবং দ্বিতীয় ভাষার পরে আজ (মঙ্গলবার) উচ্চমাধ্যমিকে অর্থনীতির পরীক্ষা হল। আজ শুধুমাত্র অর্থনীতি পরীক্ষাই হয়েছে। যে বিষয় নিয়ে অনেকেই উচ্চমাধ্যমিকে পড়াশোনা করেন। নম্বরও বেশ ভালো ওঠে। ১০০ নম্𝓀বরেও পেয়ে থাকেন অনেকে। আর এবার উচ্চমাধ্যমিকের অর্থনীতির প্রশ্ন কেমন হয়েছে, কোনও প্রশ্ন কঠিন হয়েছে কিনা, প্রশ্ন ঘোরানো হয়েছে কিনা, কেমন নম্বর উঠতে পারে এবার, তা ‘হিন্দুস্তান টাইমস বাংলা’-কে জানালেন যাদবপুর বিদ্যাপীঠের অর্থনীতির শিক্ষক রিমিতা বসু। ২০২৪ সালের উচ্চমাধ্যমিকের অর্থনীতির প্রশ্ন নিয়ে যাদবপুর বিদ্যাপীঠের শিক্ষক কী বললেন, তা দেখে নিন।
তিনি বলেছেন, ‘এবার অর্থনীতির প্রশ্ন খুব ভালো এসেছে। পরীক্ষার্থীদের ভালো নম্বর পাওয়ার মতো প্রশ্ন করা হয়েছে। এমসিকিউ এবং এসএকিউ অংশের প্রশ্নগুলি অত্যন্ত সহজ এসেছে। যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি এবারের উচ্চমাধ্যমিকে আসার কথা ছিল, সেগুলির মধ্যে থেকেই প্রশ্ন করা হয়েছে। সাল এবং তারিখ জানতেꦰ চেয়েᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚও কয়েকটি প্রশ্ন করা হয়েছে। পরীক্ষার্থীরা যদি সাল ও তারিখ ঠিকমতো মনে রেখে লিখতে পারে, তাহলে এমসিকিউ এবং এসএকিউ অংশে পুরো নম্বর পাবে।’
বড় প্রশ্নের ক্ষেত্রেও সেই ধারা বজায় রাখা হয়েছে বলে জানিয়েছেন যাদবপুর বিদ্যাপীঠের অর্থনীতির শিক্ষক। তাঁর মতে, বড় প্রশ্নগুলি এমনভাবে করা হয়েছে,🌳 তা থেকে একেবারে ছাঁকা নম্বর উঠবে। ঠিকমতো গুছিয়ে উত্তর লিখলে বড় প্রশ্নেও পুরো নম্বর পাওয়া যাবে বলে জানিয়েছেন যাদবপুর বিদ্যাপীঠের অর্থনীতির শিক্ষক।
তাঁর কথায়, ‘বড় প্রশ্নের ক্ষেত্রে অপশন থাকে। সেখানে এমন প্রশ্ন আছে, যেগুলি সঠিকভাবে লিখলে পরীক্ষার্থীরা পুরো নম্বর পাবে। পাঁচে পাঁচ পাওয়া যাবে। যেগুলিতে ফুল মার্কস পাওয়ার সম্ভাবন🌠া বেশি, সেগুলি বেছে নিয়ে যদি পরীক্ষার্থীরা লিখতে পারেღ, তাহলে এই প্রশ্নপত্রে পরীক্ষার্থীরা ১০০ নম্বরও পেতে পারে।’
আর অঙ্কের প্রশ্ন কেমন হয়েছে?
যাদবপুর বিদ্যাপীঠের অর্থনীতির শিক্ষক বলেছেন, ‘এবার উচ্চমাধ্যমিকে যে অঙ্ক এসেছে, সেটাও খুব সহজ হয়েছে। সবধরনের পরীক্ষ💟ার্থীই সেই প্রশ্নের উত্তর দিতে পারবে। অ꧋র্থাৎ খুব মেধাবী পরীক্ষার্থীরা যেমন পারবে, তেমনই তুলনামূলকভাবে কিছুটা পিছিয়ে থাকা পরীক্ষার্থীরাও পারবে। সার্বিকভাবে বলতে গেলে পরীক্ষার্থীদের জন্য খুব ভালো প্রশ্ন হয়েছে।’
উচ্চমাধ্যমিকের বিভিন্ন বিষয়ের প্রশ্নের রিভিউ
১) উচ্চমাধ্যমিকের বাংলার প্রশ্নপত্র কেমন হয়েছিল? রিভিউ পড়তে ক্লিক করুন এখানে
২) উচ্চমাধ্যমিকের ইংরেজি প্রশ্নপত্র কেমন হয়েছিল? রিভিউ পড়তে ক্লিক করুন এখানে