উচ্চমাধ্যমিকের দ্বিতীয় দিনের (ভোকেশনাল বাদ দিয়ে) পর🐓ীক্ষাও শেষ হয়ে গেল। আজ (সোমবার) দ্বিতীয় ভাষার পরীক্ষা হয়েছে। উচ্চমাধ্যমিকের দ্বিতীয় ভাষায় বিভিন্ন বিকল্প থাকলেও অধিকাংশ পড়ুয়াই ইংরেজি নেন। সেই ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্র কেমন হল, বাংলার মতো কিছুটা ঘুরিয়ে প্রশ্ন এসেছে নাকি একেবারে সহজ প্রশ্ন এসেছে, ইংরেজিতে কত নম্বর উঠবে, তা ‘হিন্দুস্তান টাইমস বাংলা’-কে জানালেন শিক্ষকরা।
শিক্ষকের রিভিউ- ১
জলপাইগুড়ির শিক্ষক ঐন্দ্রিলা বণিক বলেন, ‘২০২৪ সালের উচ্চমাধ্যমিকের ইংরেজির প্রশ্নপত্র সার্বিকভাবে ভালো হয়েছে। প্রোজে (গদ্য) যেমন আশা করা হয়েছিꦦল, তেমনই প্রশ্ন এসেছে। সেটা এমসিকিউ হোক বা এসএকিউ, বড় প্রশ্ন হোক। টেস্ট পরীক্ষায় যে প্রশ্নগুলির উপর বাড়তি জো🌟র দেওয়া হয়েছিল, সেগুলি এসেছে। কোনও বিষয় পরীক্ষার্থীদের অজানা নয়। ক্লাসে ওই বিষয়গুলি নিয়ে বারবার আলোচনা করা হয়েছে।’
কবিতা, নাটকের ক্ষেত্রেও সেই ধারা বজায় রাখা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষক। তাঁর কথায়, ‘পোয়েন্ট্রির (কবিতা) ক্ষেত্রেও এমসিকিউ, এসএকিউ এবং🗹 বড় প্রশ্নগুলি কমন এসেছে। ড্রামার ক্ষেত্রেও তাই হয়েছে। বড় ꦬপ্রশ্নের ক্ষেত্রে কোনও ক্যারেক্টার আসেনি। অর্থাৎ কোনও চরিত্র তুলে ধরে প্রশ্ন করা হয়নি। বরং লাইন তুলে প্রশ্ন করা হয়েছে।’
আনসিনও যথেষ্ট সোজা এসেছে বলে জানিয়েছেন শিক্ষক। তাঁর কথায়, ‘আনসিন পার্টটা ভালো এসেছে। ভালোভাবে পড়ে নিলে পরীক্ষার্থীরা সহজেই উত্তরꦛ দিতে পারবে। যারা বই পড়েছে বা কাগজপত্র পড়েছে🐟, তারা আনসিন থেকে ভালো নম্বর তুলতে পারবে। সার্বিকভাবে বলতে গেলে যারা ভালোভাবে বই পড়েছে, নিয়মিত ক্লাস করেছে, টেস্ট পেপার প্র্যাকটিস করেছে, তারা ভালো নম্বর পাবে।’
শিক্ষকের রিভিউ-২
কলকাতার যাদবপুর বিদ্যাপীঠের ইংরেজির শিক্ষক সুকন্যা দাশগুপ্ত বলেন, ‘এবারের প্রশ্নপত্র সার্বিকভাবে শক্ত হয়নি, সেটা বলা যেতে পারে। এমসিকিউ বেশ সহজ এসেছে। এসএকিউও বেশ ভালো এসেছে। ছাত্রছাত্রীদের খুঁটিয়ে বই পড়তে বলা হয়। তাই ওইসব প্রশ্নের উত্তর দিতে তাদের কোনও সমস্যা হবে না। অর্থাৎ এককথায় বলতে গেলে এমসিকিউ এবং এসএকিউ ভালো হয়েছে।💫’
গদ্যের অংশ থেকে কেমন প্রশ্ন এসেছে? যাদবপুর বিদ্যাপীঠের ইংরেজির শিক্ষক বলেছেন, ‘চারটি গল্প থেকেই একটি করে বড় প্রশ্ন দেওয়া হয়েছে। সেরকমভাবেই প্রশ্ন করা হয়। প্রতিটি প্রশ্নে তিনটি-চারটি অংশ আছে। পার্ট-মার্কিং থাকার ফলে পরীক্ষার্থীদের নম্বর তোলার সুযোগ আরও বাড়বে। কে বলেছেন, কোন গল্প থেকে লাইনটা নেওয়া হয়েছে, সেরকম প্রশ্নে পুরো নম্বর পাবে। আর যে প্রশ্নগুলি আসতে পারে বলে অনুমান করা হয়েছিল,✅ সেগুলির মধ্যে থেকেই প্রশ্ন এসেছে।’
কবিতা, নাটক ও ব্যাকরণের ক্ষেত্রে প্রশ্ন 𒀰কেমন হয়েছে? যাদ🌞বপুর বিদ্যাপীঠের ইংরেজির শিক্ষকের মতে, ‘কবিতার ক্ষেত্রেও ভালো নম্বর উঠবে। কারণ প্রচুর পার্ট-মার্কিং আছে। আর যেগুলি গুরুত্বপূর্ণ মনে করা হয়েছিল, সেরকম প্রশ্নই এসেছে। নাটকের ক্ষেত্রে দুটি চরিত্র খুব গুরুত্বপূর্ণ ছিল। তার মধ্যে থেকে একটি এসেছে। কাজেই নাটকের প্রশ্নটা ভালোই বলব। উচ্চমাধ্যমিকে সবই টেক্সচুয়াল গ্রামারের প্রশ্ন থাকে। এবারও তাই হয়েছে। প্রতিবার যেমন প্রশ্ন আসে, সেরকমই এসেছে। সেরকম নম্বর বণ্টনই আছে।’
সেইসঙ্গে তিনি বলেন, ‘যেখানে ১০ নম্বরের একটি রাইটিং লিখতে হয়, সেখানে যেমন রিপোর্ট রাইটিং আসতে পারে বলে অনুমান করা হয়েছিল, ঠিক সেরকমই এসেছে। টপিকটাও প্রত্যাশিত ছিল একেবারে। যারা ভালোভাবে প্রস্তুতি সেরেছে, তারা প্রেসি এবং ফর্ম্যাল লেটার সহজেই লিখতে পারবে। আনসিন প্যাসেজে পরীক্ষার্থীদের তিন-চারটি শব্দ অচেনা লাগলেও লাগতে পারে। কিন্তু মোটের উপর প্যাসেজটা সহজ ছিল বলে পড়ে নিয়ে তারা উত্তর বুঝতে পারবে। সেখান থেকে উত্তর লেখা একেবারেই কঠিন নয়। তাই সার্বিকভাবে বলা যায় যে প্রশ্ন একেবারেই কঠিন হয়নি। যারা পাঠ্যবই খুঁটিয়ে পড𓄧়েছে, তারা অবশ্যই ভালো পরীক্ষা দিয়েছে এবং ভালো নম্বর পাবে।’
পড়ুয়ার রিভিউ
ইংরেজি পরীক্ষায় যেরকম প্রশ্ন এসেছে, তাতে পড়ুয়াদের মুখে হাসি ফুটেছে। পরীক্ষার শেষে 👍তাঁরা জানিয়েছেন, এবার খুব সহজ প্রশ্ন এসেছে। পরীক্ষাও ভালো🎶 হয়েছে। তাই নম্বর ভালো উঠবে বলে আশা করছেন পড়ুয়ারা। তেমনই একজন হলেন কাঁচরাপাড়া ইন্ডিয়ান গার্লস হাইস্কুলের পড়ুয়া মোনালি রাহা। ‘হিন্দুস্তান টাইমস বাংলা’-কে তিনি বলেন, ‘আজ ইংরেজি পরীক্ষা ভালো হয়েছে। পরীক্ষায় সব সহজ প্রশ্ন হয়েছে। বাংলা পরীক্ষায় যেমন কিছুটা ঘুরিয়ে প্রশ্ন এসেছিল, ইংরেজির ক্ষেত্রে সেটা হয়নি।’
উচ্চমাধ্যমিকের বাংলার প্রশ্নপত্র কেমন হয়েছিল? রিভিউ পড়তে ক্লিক করুন এখানে