মঙ্গলবার উচ্চমাধ্যমিকে একেবারে ‘ব্লকবাস্টার’ দিন কাটল। অঙ্ক পরীক্ষা হয়েছে আজ। কলা বিভাগের ইতিহাস পরীক্ষাও হয়েছে। এবার উচ্চমাধ্যমিকের ইতিহাস পরীক্ষায় কেমন প্রশ্নপত্র এল, কত নম্বর উঠতে পারে, কোনও প্রশ্ন কঠিন হল কিনা, প্রশ্ন🔯ের মান কেমন হল, তা নিয়ে নঙ্গী হাইস্কুলের ইতিহাসের শিক্ষক প্রশান্ত মাজির সঙ্গে যোগাযোগ করেছিল ‘হিন্দুস্তান টাইমস বাংলা’। এবারের উচ্চমাধ্যমিকের ইতিহাস পরীক্ষার প্রশ্নপত্র কেমন হয়েছে, সেটা নিয়ে তিনি কী বললেন, তা দেখে নিন।
এমসিকিউ এবং এসএকিউ প্রশ্ন কেমন হয়েছে?
নঙ্গী হাইস্কুলের ইতিহাসের শিক্ষক বলেন, ‘এবার উচ্চমাধ্যমিকের প্ꦏরশ্ন বেশ ভালো হয়েছে। বিশেষত এমসিকিউ এবং এসএকিউ অংশের প্রশ্ন একেবারে সহজ হয়েছে। ওই দুটি বিভাগে যা যা প্রশ্ন এসেছে, তা সবধরনের পরীক্ষার্থীই সহজে উত্তর দিতে পারবে। অত্যন্ত সহজ হয়েছে এমসিকিউ এবং এসএকি𝄹উ অংশের প্রশ্ন।’
বড় প্রশ্ন কেমন হয়েছে?
নঙ্গী হাইস্কুলের ইতিহাসের শিক্ষক জানিয়েছেন, আট নম্বরের প্রশ্নের ক্ষেত্রে এমন দুটি বিষয় নিয়ে প্রশ্ন এসেছে, কিছুটা ভালো মানের পরীক্ষার্থীরাই গুছিয়ꦦে সেই♈ প্রশ্নের উত্তর দিতে পারবেন। সাধারণ মানের পড়ুয়াদের কিছুটা চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে ওই দুটি প্রশ্ন। তিনি বলেন, ‘কিউবা সংকট নিয়ে আট নম্বরের প্রশ্ন করা হয়েছে। দুটি ভাগে বিভক্ত করে দেওয়া হয়েছে। দ্বিতীয় ভাগের যে প্রশ্নটা ছিল, সেটা সাধারণ মানের পরীক্ষার্থীদের কিছুটা কঠিন মনে হতে পারে। ঠান্ডা যুদ্ধকে কতটা প্রভাবিত করেছিল কিউবা সংকট, সেটা জানতে চাওয়া হয়। যারা ভালো করে প্রস্তুতি নিয়েছিল, তারাই ঠিকমতো গুছিয়ে ওই প্রশ্নের উত্তর লিখতে পারবে।’
তিনি আরও বলেন, ‘আট⛎ নম্বরের আরও একটি প্রশꦏ্ন এসেছে। সার্ক যে গঠন করা হয়েছে, সেটার কী প্রভাব দক্ষিণ এশিয়ার উপর - তা জানতে চাওয়া হয়। সেই প্রশ্নটাও লিখতে কিছুটা সমস্যা হতে পারে সাধারণ মানের পড়ুয়াদের। যারা মেধাবী পড়ুয়া, তাদের অবশ্য কোনও সমস্যা হওয়ার কথা নয়।’ সেইসঙ্গে তিনি বলেন, ‘এবার যা প্রশ্ন হয়েছে, তাতে ভালো পড়ুয়া যারা, তারা খুব ভালো নম্বর পাবে।’
পড়ুয়ার রিভিউ
কাঁচরাপাড়া ইন্ডিয়ান গার্লস হাইস্কুলের পড়ꦓুয়া মোনালি রাহা জানিয়েছেন, পরীক্ষা ভালো হয়েছে। বড় প্রশ্ন সহজ এসেছে। শুধু এমসিকিউ অংশের কয়েকটি প্রশ্ন একটু ঘোরানো ছিল। সার্বিকভাবে ভালো নম্বর উঠবে বলেই আশা করছেন মোনালি। তাঁর কথায়, ‘ইতিহাস পরীক্ষা ভালো হয়েছে। প্রশ্ন ভালোও হয়েছে। এমস💙িকিউ অংশটা একটু ঘোরানো ছিল। তবে বাকিটা ঠিক আছে। বড় প্রশ্নও ভালোভাবে লিখতে পেরেছি।’
উচ্চমাধ্যমিকের বিভিন্ন বিষয়ের প্রশ্নের রিভিউ
১) উচ্চমাধ্যমিকের বাংলার প্রশ্নপত্র কেমন হয়েছিল? রিভিউ পড়তে ক্লিক করুন এখানে
২) উচ্চমাধ্যমিকের ইংরেজির প্রশ্নপত্র কেমন হয়েছিল? রিভিউ পড়তে ক্লিক করুন এখানে
৩) উচ্চমাধ্যমিকের অর্থনীতির প্রশ্নপত্র কেমন হয়েছিল? রিভিউ পড়তে ক্লিক করুন এখানে
৪) উচ্চমাধ্যমিকের পদার্থবিদ্যার প্রশ্নপত্র কেমন হয়েছিল? রিভিউ পড়তে ক্লিক করুন এখানে
৫) উচ্চমাধ্যমিকের কম্পিউটার অ্যাপ্লিকেশনের প্রশ্নপত্র কেমন হয়েছিল? রিভিউ পড়তে ক্লিক করুন এখানে
৬) উচ্চমাধ্যমিকের দর্শনের প্রশ্নপত্র কেমন হয়েছিল? রিভিউ পড়তে ক্লিক করুন এখানে
৭) উচ্চমাধ্যমিকের এডুকেশনের প্রশ্নপত্র কেমন হয়েছিল? রিভিউ পড়তে ক্লিক করুন এখানে
৮) উচ্চমাধ্যমিকের রসায়নের প্রশ্নপত্র কেমন হয়েছিল? রিভিউ পড়তে ক্লিক করুন এখানে
৯) উচ্চমাধ্যমিকের সাংবাদিকতা ও গণজ্ঞাপনের প্রশ্নপত্র কেমন হয়েছিল? রিভিউ পড়তে ক্লিক করুন এখানে