সেমেস্টারের ফলাফলের ভিত্তিতে ফাইনাল ইয়ার-সহ স্নাতক স্তরের সমস্ত ছাত্রকে পাশ করিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল আইআইটি কানপুর। রবিবার আইআইটি কানপুরের অধিকর্তা অভয় করন্দিকর জানিয়েছেন, ‘ব্যতিক্রম হিসেবে সব পড়ুয়াকে তাঁদের কোর্সের মিড সেমেস্টারের পরীক্ষা, কুইজ, অ্যাসাইনমেন্ট, প্রোজেক্ট ইত্যাদির ফল অনুযায়ী এবং তাঁদের শিক্ষকদের সিদ্ধান্তের ভিত্তিতে গ্রেড দেওয়া হবে।’অধিকর্তা আরও জানিয়েছেন, ‘গ্রীষ্মকালীন টার্ম-সহ সেমেস্টারে অস্বাভাবিক বাধা পাওয়ার কারণে প্রতিষ্ঠানের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, সেনেটের অনুমোদন অনুযায়ী স্নাতক স্তরের পড়ুয়াদের কিছু ছাড় দেওয়া হবে, যাতে তাঁরা ঠিক সময়ে স্নাতক ডিগ্রি অর্জন করতে সক্ষম হন। সমস্ত পড়ুয়ার জন্যই আমরা বর্তমান ২০১৯-২০ সেমেস্টার বন্ধ করেছি।’জানা গিয়েছে, ব্যতিক্রমী সময়ের জন্য শুধুমাত্র এ, বি, সি এবং এস গ্রেড দেওয়া হবে আইআইটি পড়ুয়াদের। কোনও পড়ুয়াকেই ফেল করানো হবে না। এ ছাড়া, নিজেদের গ্রেডের মানোন্নয়নে উৎসাহী পড়ুয়াদের ফের পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে। নতুন সেমেস্টার চালু হওয়ার পরে তাঁরা আবার পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। অধিকর্তা জানিয়েছেন, বি টেক/বিএস অন্তিম বর্ষের পড়ুয়া যাঁরা দ্বৈত ডিগ্রি অর্জনে আগ্রহী, তাঁদের সেই সুযোগ দেওয়া হবে। একই ভাবে যোগ্যতার মান অনুসারে মাস্টার্স কোর্সের পড়ুয়ারাও পিএইচডি প্রোগ্রামে পরিবর্তনের সুযোগ পাবেন।