এবার কর্মসংস্থানের জন্য একগুচ্ছ পদক্ষেপ নিল রাজ্য সরকার। নতুন প্রজান্মের কর্মসꦗংস্থানের জন্য নতুন ব্যবস্থা নিতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে একাধিক স্বল্প মেয়াদের কোর্স চালু হত𓆏ে চলেছে।
তরুণ তরুণীদের জন্য নতুন কাজের সুযোগ এনে দিচ্ছে রাজ্য সরকার। এ𓆏ই কোর্সগুলিতে ভর্তি 𒐪হওয়ার জন্য কতটা শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন? তা জেনে নিন।
তরুণ প্রজন্মের কর্মসংস্থানের কথা মাথায় রেখে এবার নয়া উদ্যোগ নিতে চলেছে নবান্ন। চিকিৎসা পরিষেব💎ায় সহকারী হিসেবে নিয়োগের জন্য স্বল্প সময়ের কোর্স চালু করতে চলেছে রাজ্য সরকার।
মোট ১৫টি বিষয়ে শর্ট কোর্স চালু করা🦄র স🅠িদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে তরুণ তরুণীদের কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হয়েছে ।
যে সমস্ত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানগুলি ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট আইনে নথিভুক্ত রয়েছে সেখানেই এই ১৫টি কোর্স চালু করা যাবে। স্টেট কাউন্সিল অব টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডꦺুকেশন অ্যান্ড স্কিল ডেভলপমেন্টের অনুমোদন থাকতে হবে কলেজগুলিতে। পরিকাঠামো সঠিক থাকলে অনুমোদন পেত♏ে কোনও সমস্যা হবে না।
এই প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়ে ইতিমধ্যেই এই প্রসঙ্গে জেলাশাসক, সিএমওএইচ এবং কারিগরি শিক্ষা বিভাগের সমস্ত অফিসারদের এ🍃কটি চিঠি পাঠানো হয়েছে।
এই ১৫টি কোর্সের মধ্যে কিছু কোর্সের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক হতে পারে । তবে নির্দিষ্ট কিছু কোর্সে প﷽ড়াশোনার জন্য কেমিস্ট্রি এবং বায়োলজি নিয়ে উচ্চমাধ্যমিক পাশ করতে হবে বলে জানা গিয়েছে।
যে সমস🌳্ত কোর্সের জন্য উচ্চমাধ্যমিকে বায়ো সায়েন্স ব্যাকগ্রাউন্ড প্রয়োজন সেগুলি হল-ল্যাব টেকনিশিয়ান, এক্স রে টেকনিশিয়ান, ব্লাড কালেকটক বা রক্ত সংগ্রকারী-র জন্য সহকারী। এ ছাড়াও কার্ডিয়াক কেয়ার, হাসপাতালের প্রশাসনিক সহ বিভিন্ন ক্ষেত্রে সহকারীর জন্য যে কোর্সগুলি প্রয়োজন সেখানে এই বায়ো সায়েন্সের প্রয়োজনীয়তা রয়েছে।
স্বল্প সময়ের জন্য এই কোর🌼্স চালু করা হয়েছে। প্রতিটি কোর্সের জন্য আলাদা আলাদা সময়সীমা রয়েছে। তবে ৩৬০ থেকে ৭২০ ঘণ্টার মধ্যে হতে চলেছে কোর্সগুলি। থিওরি ও প্রাকটিক্🦩যাল ক্লাসও থাকবে কোর্স গুলির জন্য। পরে সরাসরি প্রশিক্ষণেরও ব্যবস্থা থাকবে।
গ্রামের মানুষের চিকিৎসার জন্য যাঁরা যুক্ত রয়েছেন তাঁদের কথা মাথায় রেখে এই কোর্সগুলি চালু করা হয়েছে। এক্ষেত্রে গ্রামে♍র চিকিৎসা পরিষেবায় আরও উন্নতি হবে বলে মনে করা যাচ্ছে। এবং নতুন প্রজন্মের বেশ🌸 কিছু তরুণ তরুণী চাকরির সুযোগ পাবেন বলে আশা করা যাচ্ছে।