এবার থেকে দুই বছরের কোর্স হবে Master of Computer Application (MCA)-তে। এই সিদ্ধান্তের কথা মঙ্গলবার ঘোষণা করল All India Council of Technical Education (AICTE).এতদিন অবধি এমসিএ ডিগ্রি পাওয়ার জন্য তিন বছর পড়াশোনা করতে হত। এবার থেকে দুই বছরেই মিলবে। সেই অনুসারে সিলেবাস বদল করতে নির্দেশ দিয়েছে এআইসিটিই। কাউন্সিল তাদের সরকারি নির্দেশে বলেছে যে চলতি শিক্ষাবর্ষ অর্থাৎ ২০২০-২১ থেকেই এটি দুই বছরের কোর্স হবে। ইউজিসির নিয়ম মেনে সেই অনুসারে সিলেবাসটি বদল করতে হবে বলে জানিয়েছে তারা। এতদিন এমসিএ কোর্স করতে তিন বছর চলে যেত। এই নিয়ে আপত্তি ছিল ছাত্রছাত্রীদের কারণ অন্য সাবজেক্টে মাস্টার্স করতে লাগে দুই বছর। তাহলে কম্পিউটার অ্যাপ্লিকেশনের জন্য ব্যতিক্রম হবে কেন, সেই প্রশ্ন তারা তুলেছিলেন। গত ডিসেম্বর মাসেই এমসিএ কোর্সের মেয়াদ কমানোর সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। মঙ্গলবার তাতে পড়ল শিলমোহর।