প্রকাশিত হল সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকার ফলাফল (নিট স্নাতকোত্তর)। প্রার্থীরা ন্যাশনাল বোর্ড অফ এগজামিনেশন মেডিকেল সায়েন্সের (NBEMS) অফিসিয়াল ওয়েবসাইট natboard.edu.in-তে গিয়ে নিজেদের ফলাফল দেখতে পারবেন। পরীক্ষার ১০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করার জন্য NBEMS-র প্রশংসা করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবিয়া।বুধবার রাত আটটার কিছুক্ষণ পরে টুইটারে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'নিট স্নাতকোত্তরের রেজাল্ট প্রকাশিত হয়েছে। যে পড়ুয়ারা দুর্দান্তভাবে নিট স্নাতকোত্তরে উত্তীর্ণ হয়েছেন, তাঁদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। রেকর্ড ১০ দিনে ফলাফল প্রকাশ করার জন্য ন্যাশনাল বোর্ড অফ এগজামিনেশন মেডিকেল সায়েন্সকে অভিনন্দন জানাচ্ছি। নির্দিষ্ট সময়ের অনেক আগেই ফলাফল প্রকাশিত হয়েছে। natboard.edu.in-তে গিয়ে নিজেদের রেজাল্ট দেখে নিন।' চলতি বছর ২১ মে নিট স্নাতকোত্তরের পরীক্ষা হয়েছিল। পরীক্ষা পিছিয়ে দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছিল। যদিও সেই মামলা খারিজ করে দিয়েছিল শীর্ষ আদালত। সেই মামলায় বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি সূর্য কন্তের বেঞ্চ জানিয়েছিল, পরীক্ষা পিছিয়ে দিলে ‘বিশৃঙ্খলা এবং অনিশ্চয়তা’ তৈরি হবে। তা অসংখ্য পরীক্ষার্থীর জীবনে প্রভাব ফেলবে। যাঁরা নিট স্নাতকোত্তরের জন্য নথিভুক্ত হয়েছেন। তারপর নির্ধারিত সূচি মেনেই দেশের ৮৪৯ টি কেন্দ্রে পরীক্ষা হয়েছিল। পরীক্ষা দিয়েছিলেন ১৮২,৩১৮ জন।