কর্ণাটকের রাইচুরে🌃র 'ইউনিভার্সিটি অফ এগ্রিকালচারাল সায়েন্সেস' শিক্ষা প্রতিষ্ঠানকে ২৫ কোটি টাকা অনুদানের ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তিনি জানান, NABARD এর আওতায় থাকা এই বিশ্ববিদ্যালয়ের অসামা༺ন্য কর্মকাণ্ড বাজরা উৎসপাদে কর্ণাটকের মুখ্যমন্ত্রীকে ‘মিলেট ডিক্লারেশন’ এর পথে এগিয়ে নিয়ে গিয়েছে। এরপরবর্তী ধাপও যাতে সফল হয়, তার জন্যই কেন্দ্রীয় অনুদান ঘোষিত হয়।
অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেন, তিনি শুনেছেন কর্ণাটকের রাইচুরের আশপাশে ৭ টি জেলায় বিভিন্ন রকমের বাজরা উৎপাদন হয়। আর সেখানে কৃষকদের পরিশ্রম যাতে বৃথা না যায়, তার জন্য এই বিশ্ববিদ্যালয়কে বড় দায়িত্ব নিতে হবে। সীতারমন বলেন, ‘ফান্ড (যে অনুদান কেন্দ্র দিয়েছে) যেন ব্যবহার করা হয়, মিলেট নির্ভর কর্মকাণ্ডে, বিশেষত ল্যাব তৈরি বা স্টার্টআপের সঙ্গে হাত মিলিয়ে বিশ্বের আঙিনায় মিলেটকে তুলে ধরার ক্ষেত্রে।’ কেন্দ্রের তরফে এদিন মিলেট চ্যালেঞ্জও ঘোষণা করা হয়। বাজরা সংক্রান্ত সমস্যা যাতে কাটিয়ে তোলা যায়, তার জন্যই এই চ্যালেঞ্জ। রবিবার ৪ꦉ ঘণ্টা অসমে কেন স্তব্ধ মোবাইল ইন্টারনেট! হিমন্ত বিশ্বশর্মা কী জানালেন?&🐻nbsp;
মিলেট চ্যালেঞ্জের ক্ষেত্রে পুরষ্কার মূল্য ১ কোটি টাকা ঘোষণা করেছে কেন্দ্র। জানানো হয়েছে, যাঁরা এই মিলেট চ♏্যাল🎃েঞ্জে অংশ নিয়ে বাজরা উৎপাদন সংক্রান্ত নানান সমস্যার সমাধান করবেন, তাঁদের দেওয়া হবে ১ কোটি টাকা। এছাড়াও ২০ লাখ টাকা এমন ১৫ জনকে দেওয়া হবে যাঁদের ভাবনাগুলি সুন্দর, তবে ভবনা আরও জোরদার করতে হবে বাজরার সমস্যা সংক্রান্ত সমাধানের ক্ষেত্রে।