ONGC Recruitment 2024: অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড সংস্থায় শুরু হল নিয়োগ (Job News)। অ্যাপ্রেন্টিস অর্থাৎ শিক্ষানবিশ পদে নিয়োগ করবে এই কেন্দ্রীয় সংস্থা। আগ্রহী প্রার্থীদের আবেদন করার জন্য যেতে হবে NAPS-এর পোর্টালে। সেখানে গিয়ে নির্দিষ্ট ফর্ম পূরণের মাধ্যমে আবেদন করা যাবে। এছাড়াও, N🅷ATS-এর পোর্টালে গিয়েও আবেদন করতে পারবে প্রার্থীরা। মোট কত পদে নিয়োগ, যোগ্যไতা, কত বেতন ইত্যাদি বিশদে রইল এই প্রতিবেদনে (Recruitment News)।
মোট শূন্যপদ
অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড (ONGC Recruitment 2024 Vacancy) সংস্থার তরফে মোট ২২৩৬ পদে শিক্ষানবি🍎শ 🌞নিয়োগ করা হবে।
বয়সসীমা
- আগ্রহী প্রার্থীদের আবেদন করার সময় ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর।
- অন্যদিকে সর্বোচ্চ ২৪ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।
- এছাড়া, শ্রেণিভিত্তিক বয়সের ছাড়ের তথ্য নোটিসে বিশদে পাওয়া যাবে।
শিক্ষাগত যোগ্যতা
সংস্থার একাধিক পদে নিয়োগ প্রক্রিয়া চলছে। একেকটি পদের যোগ্যতামান একেকরকম 💦রয়েছে। মূলত আগ্রহী প্রার্থীদের দশম, দ্বাদশ, আইটিআই, ডিপ্লোমা, বিএসসি, বিটেক ইত্যাদি ডিগ্রি থাকা দরকার। কোন পদের জন্য কোন যোগ্যতা ꦬবাঞ্ছনীয় তা বিশদে জানা যাবে বিজ্ঞপ্তি থেকে।
কত বৃত্তি?
- ONGC সংস্থায় স্নাতক পাশ শিক্ষানবিশ হিসেবে যোগ দিলে ৯ হাজার টাকা বৃত্তি রয়েছে (ONGC Recruitment 2024 Salary)।
- যারা তিন বছরের ডিপ্লোমা করেছেন বা দুই বছরের আইটিআই ডিগ্রি পাশ করেছেন, তারা ৮০৫০ টাকা বৃত্তি পাবেন।
- এক বছরের ট্রেড অ্যাপ্রেন্টিসের জন্য বৃত্তির পরিমাণ হবে ৭৭০০ টাকা।
- দশম ও দ্বাদশ উত্তীর্ণ প্রার্থীদের জন্য বৃত্তির পরিমাণ হবে ৭০০০ টাকা।
কীভাবে প্রার্থী নির্বাচন
- ONGC-তে শিক্ষানবিশ নিয়োগের ক্ষেত্রে প্রথমে শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে প্রার্থীদের শর্টলিস্ট করা হবে (ONGC Apprentice Recruitment 2024)।
- এরপর নথিভুক্ত ইমেল আইডিতে মেল করে বাছাই করা প্রার্থীদের শর্টলিস্টেড হওয়ার খবর জানানো হবে।
- ১৫ নভেম্বর ২০২৪ তারিখে প্রার্থীদের শর্টলিস্ট করার পর প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে।
- উত্তীর্ণ প্রার্থীরাই কেবল ONGC-তে কাজে যোগ দিতে পারবেন।
- বিশদ তথ্যের জন্য সংস্থার ওয়েবসাইটে নজর রাখতে হবে প্রার্থীদের।