বিশ্ববিদ্যালয় (স্নাতকোত্তর) ভরতির প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ দিনক্ষণ (University PG Admission 2022)
- স্নাতকোত্তরে ভরতির জন্য আবেদন প্রক্রিয়া শুরু: আগামী ১ সেপ্টেম্বর।
- স্নাতকোত্তরে ভরতির জন্য আবেদনের শেষদিন: আগামী ১৫ সেপ্টেম্বর।
- স্নাতকোত্তরের ভরতির জন্য মেধাতালিকা প্রকাশ: আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে মেধাতালিকা প্রকাশ করতে হবে।
- স্নাতকোত্তরের ভরতির প্রক্রিয়া সম্পূর্ণ: আগামী ২১ অক্টোবরের মধ্যে ভরতির প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
- স্নাতকোত্তরের প্রথম সেমেস্টারের ক্লাস শুরু হবে: আগামী ১ নভেম্বর থেকে ক্লাস শুরু হবে।
কী কী নিয়ম মানতে হবে?
১) মেধার ভিত্তিতে অনলাইনে ভ💞রতির প্রক্রিয়া চলবে। ভরতির প্রক্রিয়ার সময় 🎃তথ্য যাচাই বা কাউন্সেলিংয়ের জন্য পড়ুয়াদের কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ডাকা যাবে না। ভরতির প্রক্রিয়ার সময় পড়ুয়াদের সশরীর কলেজে বা বিশ্ববিদ্যালয়ে যেতে হবে না।
২) গত বছরের মতোই অনলাইনে ভরতির প্রক্রিয়ার সময় তথ্য স্ক্যান বা আপলোডের জন্য আবেদনকারীদের থেকে কোনও টাকা নেওয়া যাবে না। কলেজ বা বিশ্ববিদ্যালয়ের আবেদনপত্র বা প্র❀সপেক্টাস দেওয়ার জন্য কোনও অর্থ👍 নেওয়া যাবে না।
৩) ইমেল বা টে🔯ল💃িকমিউনিকেশনের মাধ্যমে যোগ্য প্রার্থীদের সরাসরি জানাতে হবে।
৪) অনলাইনে বা নির্দিষ্ট ব্য𒁏াঙ্কে ফি দিতে হবে। সেজন্য কলেজে যেতে হবে না।
৫) যাচাইয়ের জন্য যোগ্য প্রার্থীদের তাল𓃲িকা সংশ্লিষ্ট ব্যাঙ্কের হাতে ত🥀ুলে দিতে হবে। মেধাতালিকার ভিত্তিতে ব্যাঙ্কে টাকা জমা দিতে হবে।
৬) অনলাইনে আবেদনে🐼র জন্য যাবতীয় নথি আপলোড করতে হবে। যদি প্রয়োজন হয়, তাহলে কলেজে ভরতির পর নথি যাচাই করা যাবে। অনলাইনের ফর্মের সঙ্গে নথির মিল না থাকলে ওই পড়ুয়ার ভরতি প্রক্রিয়া বাতিল করে দেওয়া হবে।
আরও পড়ুন: UG Result 2022 Date: কবে প্রকাশিত হবে স্নাতক স্তরের ফাইনাল সেমেস্টারের ꩵফলাফল? জা𒈔নিয়ে দিল রাজ্য
৭) সব বিশ্ববিদ্যালয়ে ৮০:২০ অনুপাতে ভরতি নিতে হবে। অর্থাৎ ৮০ শতাংশ প🥃𒈔ড়ুয়া হবে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের। বাকিরা অন্য বিশ্ববিদ্যালয়ের। তবে ‘হোম ইউনিভার্সিটির’ জন্য সংরক্ষিত আসন যদি খালি থাকে, তাহলে সেই আসনে অন্য বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের ভরতি করা যেতে পারে।
৮) সবপক্ষকে♛ সরকারের যাবতীয় করোনাভাইরাস বিধি মেনে চলতে হবে