ভরতি শুরু হল D.EL.Ed (ডিপ্লোমা ইন এলিমেন্ไটারি এডুকেশান) কোর্সেཧ।
কোথায় ভরতি হওয়া যাবে?
পশ্চিমবঙ্গের মোট ৬৪৬টি প্রাইমারি টির্চাস ট্রেনিং ইনস্টিটিউটে এই ক🍨োর্সে ভরতি হওয়া যাবে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে গড়ে ৫০টি সিট। কোনও কোনও প্রতিষ্ঠানে ১০০টি বা তার বেশিও সিট আছে। রাজ্যে মোট সিটের সংখ্যা ৪৫ হাজার।
ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা
যেꦏ কোনও শাখায় উচ্চমাধ্যমিক পাশ হলেই এই কোর্সে ভরতি হওয়া যাবে। মোট অন্তত ৫০% (তফসিলি,ওবিসি, বিশেষভাবে সক্ষম এবং এক্স-সার্ভিসম্যানদের ক্ষেত্রে ৪৫%) নম্বর থাকতে হবে উচ্চ মাধ্যমিকে। ভোকেশনাল শাখায় পাশ করলেও ভরতি আবেদন করা যাবে।
তবে যে বিষয়ের উপর পড়তে চান, সেই বিষয়টি উচ্চ মাধ্যমিকে ফুল সাবজে🤡ক্ট হিসাবে থাকতে হবဣে। অর্থাত্ কেউ যদি বাংলা নিয়ে পড়তে চান, সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিকে ১০০ নম্বরের বাংলা পরীক্ষাটি দেওয়া থাকতে হবে।
কোর্সের মেয়াদ
প্রাথম𝐆িক শিক্ষা পর্ষদ স্বীকৃত এই কোর্সের মোট মেয়াদ ২ বছর।
আবেদন বাছাই
উচ্চমাধ্যমিকে বেস্ট অফ ফাইভের ভিত্তিতে যোগ্য প্রার্থীদের ভর্তি নেওয়া হবে। মেধা তালিকা ওয়েবসাইটে দেওয়া হবে ৷ এই ওয়েবসাইটে : www.wbbpe.org.// wbbprimaryeducation.org-এ অ্যাকাউন্ট খুলতে হবে। ওয়েবসাইটে নিজস্ব তথ্য দিয়ে স♕াবমিট করে রেজিস্ট্রেশন করতে হবে।
আবেদনের ফি
জেনারেল শ্রেণিভুক্ত আ🐟বেদনকারীদের ক্ষেত্রে ফি ৩০০ টাকা। বিশেষ তালিকাভুক্তদের জন্য ১৫০ টাকা করে।