Railways Job Offer: ৫৭০টি শিক্ষানবীশ পদের জন্য অনলাইন আবেদন শুরু ১৫ ফেব্রুয়ারি
1 মিনিটে পড়ুন Updated: 10 Feb 2020, 05:54 PM IST- ওয়েবসাইটে।
মোট ৫৭০টি শিক্ষানবীশ পদ শূন্য রয়েছে বলে জানিয়েছে পশ্চিম মধ্য রেল দফতর। এর মধ্যে রয়েছে ১১৬টি ফিটার, ১৩৮ဣটি ইলেকট্রিশিয়ান, ৩৪টি ওয়েল্ডার (গ্যাস ও ইলেকট্রিক), ৫২টি COPA, ৩০টি ওয়্যারম্যান, ২৩টি পেইন্টার, ২৮টি কারপেন্টার, ১০টি এসি মেকানিক, ৩টি স্টেনোগ্রাফার (হিন্দি), ১০টি মেশিনিস্ট, ৩টি স্টেনোগ্রাফার (ইংরেজি), ১৫টি ইলেকট্রনিক মেক্যানিক, ২টি কেবল জয়েন্টার, ৩০টি ডিজেল মেক্যানিক, ২৬টি রাজমিস্ত্রি, ১৬টি লৌহকার, ৮টি সার্ভেয়র, ১০টি ড্রাফ্টসম♒্যান সিভিল, ১২টি আর্কিটেকচারাল অ্যাসিস্ট্যান্ট এবং ৪টি সেক্রেটারিয়ল অ্যাসিস্ট্যান্ট (ইংরেজি) পদ।
আরও পড়ুন: Railway Job Openings: রেলে নিয়োগ, জেনে নিন বয়স, শিক্ষাগত যোগ্যতা, তারিখ
শিক্ষা👍নবীশ পদে আবেদন জানানোর জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা প্রমাণের জন্য মাধ্যমিক বা তার সমস্তরের বোর্ড পরীক্ষা পাশের শংসাপত্র। ব🐻োর্ড পরীক্ষায় ন্যূনতম ৫০% নম্বর থাকা আবশ্যিকষ এর সঙ্গে লাগবে সংশ্লিষ্ট শিক্ষানবীশ পদে আইটিআই (এনসিভিটি/এসসিভিটি নথিভুক্ত) শংসাপত্র।
আবেদনকারীর বয়স হতে হবে ১৫ থেকে ২৪ বছরের মধ্যে।