যাঁরা বাংলা জয়েন্ট দিতে চান তাঁদের জন্য় এবার তথ্য়পঞ্জি প্রকাশ করা হল। ২২ ডিসেম্বর এই বুলেটিন প্রকাশ করা হয়েছে। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড ꦏ( WBJEEB) এই বুলেটিন প্র꧋কাশ করেছে। wbjeeb.nic.in এই ওয়েবসাইট থেকে বুলেটিনটি পাওয়া যাবে।
সেই বুলেটিন অনুসারে জানা গিয়েছে, West Bengal Joint Entrance Examination-2024 হবে &🍰nbsp;২৮ এপ্রিল। পেপার -১( অঙ্ক) হবে বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত। পেপার ২ ( ফিজিক্স ও কেমিস্ট্রি) হবে দুপুর ২টো থেকে বিকাল ৪টে পর্যন্ত।
পরীক্ষার ফি
জেনারেল পুরুষ পরীক্ষার্থীদের জন্য় ফিজ ধার্য করা হয়েছে ৫০০ টাকা করে। জেনারে🐲ল ফিমেল ক্যান্ডিডেটদের জন্য় ফিজ ৪০০ টাকা করে। SC,ST,🌠OBC-A,OBC-B ,EWS,FTW সমস্ত পুরুষ প্রার্থীদের জন্য় একই ফিজ।
ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, ফার্মাসি, 🐲আর্কিটেকচার সহ বিভিন্ন শাখায় ভর্তির জন্য এই পরীক্ষা হবে🔥।
এই পরীক্ষায় বসার বয়সসীমা
এই পরীক্ষায় বসার জন্য় প্রার্থীদের বয়স হতে হবে 🍸১৭ বছর। প্রার্থীদের বয়স ২৫ বছরের মধ্য়ে হতে হবে।
কীভাবে এই বুলেটিন ডাউনলোড করতে হবে জেনে নিন…
wbjeeb.nic.in এই ওয়েবসাইটে যান
ইনফরমেশন🌄 বুলেটিন WBJEE 2024 এই জায়গায় গিয়ে ক্লিক করুন।
স্ক্রিনে একটি পিডিএফ দেখতে পাবেন।
সেখানেই ইনফরমেশন বুলেটিন দেখতে পাবেন।
ভবিষ্যতের জন্য এই হার্ড কপিগুলি রেখে দিন।