প্রায় ১২,০০০ শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল ভারতীয় রেল। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের (আরআরবি) তরফে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, সেটার মাধ্যমে নন-টেকনিকাল পুপলার ক্যাটেগরিসে (NTPC) মোট ১১,৫৫৮টি শূন্যপদে নিয়োগ করা হবে। গত পাঁচ বছরে RRB NTPC-তে এত বেশি সংখ্যক পদে নিয়োগ করা হয়নি। স্নাতক উত্তীর্ণ প্রার্থীদেꦏর ক্ষেত্রে শূন্যপদের সংখ্যা হল ৮,১১৩। আর ৩,৪৪৫টি শূন্যপদে নিয়োগ করা হবে উচ্চমাধ্যমিক উত্তীর্ণ প্রার্থীদের। আগামিকাল থেকেই স্নাতক স্তরের প্রার্থীদের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হবে। উচ্চমাধ্যমিক স্তরের প্রার্থীরা 𓂃আগামী ২১ সেপ্টেম্বর থেকে আবেদন করতে পারবেন বলে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফে জানানো হয়েছে।
RRB NTPC নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য
১) আঞ্চলিক RRB-রꦕ ওয়েবসাইটে গিয়ে প্রার্থীদের আবেদন করতে হবে।
২) আবেদনের জন্য প্রত্যেক প্রা🍌র্থী একটি মোবাইল নম্বর এবং এক🧸টি ইমেল আইডি থাকতে হবে.
৩) যে প্রার্থীরা চাকরি পাবেন, তাঁরা প্রাথমিকভাবে সপ্তম বেতন কমিশনের আওতায় আ𓆏সবে। অর্থাৎ সেইমতো তাঁদের বেতন দেওয়া হবে।
স্নাতকদের জন্য কোন কোন পদে নিয়োগ?
রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের (আরআরবি) তরফে জানানো হয়েছে যে স্নাতক উত্তীর্ণদের জন্য মোট ৮,১১৩টি শূন্যপদে নিয়োগ করা হবে। আগামী ১৪ সেপ্টেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে। চলবে আগামীꦓ ১৩ অক্টোবর রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত।
উচ্চমাধ্যমিক উত্তীর্ণদের জন্য কোন কোন পদে নিয়োগ?
রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের (আরআরবি) তরফে༒ জানানো হয়েছে, উচ্চমাধ্যমিক উত্তীর্ণ প্রার্থীদের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হবে ২১ সেপ্টেম্বর থেকে। আগামী ২১ অক্টোবর রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে। মোট শূন্যপদের সংখ্যা হল ৩,৪৪৫।
আবেদন ফি কত পড়বে?
১) জেনারেল প্রার্থী: ৫০০ 🌸টাকা হল আবেদন ফি। তবে CBT-১ পরীক্ষা দিলে ৪০০ টাকা ফেরত দেওয়া হবে।
২) তফসিলি জাতি, তফসিলি উপজাতি, এক্স-সার্ভিসম্যান এবং আর্থিকভাবে পিছিয়ে পড়া প্রার্থী: আবেদন ফি হিস꧅েবে লাগবে ২৫০ টাকা। CBT-১ পরীক্ষা দিলে 🌊পুরো টাকা ফেরত দেওয়া হবে।
RRB-র বিভিন্ন ওয়েবসাইট
১) www.rrbkolkata.gov.in
২) www.rrbmalda.gov.in
৩) www.rrbsiliguri.gov.in
৪) www.rrbaimer.gov.in
৫) www.rrbbnc.gov.in
৬) www.rrbahmedabad.gov.in
৭) www.rrbthiruvananthapuram.gov.in
৮) www.rrbbhopal.gov.in
৯) www.rrbbbs.gov in
১০) www.rrbbilaspur.gov.in