রেলে নিয়োগের পরীক্ষার দিন পিছিয়ে গিয়েꩵছে বলে♑ সোশ্যাল মিডিয়ায় একটি বিজ্ঞপ্তি ছড়িয়েছে। যদিও রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের (আরআরবি) নন-টেকনিকাল পপুলার ক্যাটেগরির (এনটিপিসি) দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা নিয়ে ছড়ানো সেই বিজ্ঞপ্তি পুরোপুরি ভুয়ো বলে জানিয়ে দিল ভারতীয় রেল।
মঙ্গলবার রেলের তরফে বলা হযেছে, 'রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের (নন-টেকনিকাল পপুলার ক্যাটেগরির) দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা (RRB NTPC CBT 2 Exam) নিয়ে একটি ভুযো নোটিশ ছড়িয়ে পড়েছে। কিন্তু রেলের তরফে সেরকম কোনও বিজ্ঞপ্তি প্রক🃏াশ করা হয়নি। এরকম ভুয়ো বি𓆉জ্ঞপ্তি থেকে সতর্ক থাকুন।'
কী ছিল সেই বিজ্ঞপ্তিতে?
ওই ভুয়ো বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের (আরআরবি) নন-টেকনিকাল প🔜পুলার ক😼্যাটেগরির (এনটিপিসি) দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা (RRB NTPC CBT 2 Exam) পিছিয়ে গিয়ে সম্ভবত ১৯, ২০ মে এবং ১৪, ১৫ ও ১৬ জুন হবে। আদতে যে পরীক্ষা ৯ এবং ১০ মে হতে পারে বলে সপ্তাহদুয়েক আগেই জানিয়েছিল রেল।
আরও পড়ুন: Railway Jobs: পূর্ব রেলে কয়েক হাজার 𒅌শূন্য পদে শুরু হবে নিয়োগ, মাধ্যমিক পাশ হ𒉰লেই জানান আবেদন
কারা কারা এনটিপিসি দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা (RRB NTPC CBT 2 Exam 2022) দিতে পারবেন?