স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গত ২০২৩ সালের ডিসেম্বরে এসবিআই ক্লার্ক প্রিলিমস পরীক্ষার জন্য সম্ভাব্য সময়সূচী প্রকাশ করেছে৷ ৮৭৭৩ টি শূন্য ক্লার্ক পদে নিয়োগের জন্য আবেদনপত্র জমা করা হয়েছিল ২০২৩ সালে। সেই নিয়োগের প্রথম স্তরের পরীক্ষা হতে চলেছে ২০২৪ সালের জানুয়ারি মাসে। ২০২৩ সালে প্রকাশিত হওয়া এসবিআই-এর ৮৭৭৩ টি ক্লার্ক পদে🥂র জন্য যারা আবেদন করেছিলেন, তাদের জন্য একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করল এসবিআই। আবেদনকারীদের প্রিলিমস পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে বিজ্ঞপ্তিটিতে। এসবিআই-এর অফিসিয়াল ওয়েবসাইটে এসে প্রার্থীরা পরীক্ষার সম্ভাব্য তারিখগুলি দেখতে পাবেন। আবেদনকারী প্রার্থীরা sbi.co.in-এ অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে পরীক্ষার তারিখ দেখতে পারবেন। প্রকাশিত সময়সূচী অনুসারে, এসবিআই ক্লার্ক প্রিলিমস পরীক্ষা ২০২৪ সালের ৫, ৬, ১১ এবং ১২ -এ জানুয়ারি সারা দেশের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে সংঘটিত হবে। এছাড়াও ক্লার্ক মেইন্স পরীক্ষা ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে হবার কথা ঘোষণা করেছে এসবিআই।
নিম্নে এস♔বিআই এর প্রিলিমস পরীক্ষার তারিখ দেখার ধাপগুলি সংক্ষেপে বর্ণনা করা হলঃ
১) sbi.co-এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
২) সেখান থেকে হোমপেজে ক্যারিয়ার বিভাগে যেতে হবে।
৩)🌸 একটি নতুন পৃষ্ঠা খুলবে, পৃষ্ঠার নীচে স্ক্রোল করে নিউ নোটিফিকশান উপর ক্লিক করতে হবে।
৪) এরপর RECRUITMENT OF JU𝓰NIOR SOCIATES এ ক্লিক করলে পরীক্ষার বিজ্ঞপ্তিটি খুলে যাবে।
সংক্ষিপ্ত বিবরণ -
নিয়োগ: এসবিআই ক্লার্ক
শূন্যপদ: ৮৭৭৩
পরীক্ষা: এসবিআই ক্লার্ক প্রিলিমস
বিজ্ঞপ্তি প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৩
পরীক্ষার স🙈ময়সূচী: ২০২৪ সালের ৫, ৬, ১১ এবং ১২ জানুয়ারি
অফিসিয়াল ওয়েবসাইট: sbi.co.in
পরীক্ষা সংক্রা🍰ন্ত বিষয়ে আরও বিস্তারিত জানতে চোখ রাখুন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অফিসিয়াল পেজে।