করোনা সংক্রমণ রোজ লাফিয়ে বাড়ছে। এই পরিস্থিতিতে এখনই স্কুলগুলিতে পঠনপাঠন শুরু করে ঝুঁকি নেওয়া ঠিক হবে না। সম্প্রতি ত্রিপুরা শিক্ষা দফতরের বিশেষ কমিটির বৈঠকে ৯৯% সদস্য এই মত দিয়েছেন।সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বলেন, করোনার জন্য ত্রিপুরার সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। স্কুল চালু করার বিষয়ে গঠিত বিশেষ কমিটির বৈঠক হয়। সেখানে ৯৯% সদস্যই ঝুঁকি নিয়ে স্কুল খোলার বিরুদ্ধে মত দিয়েছেন। এই প্রসঙ্গে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি বলেন, ‘কেন্দ্রীয় সরকার অনুমতি দিলেও স্বাস্থ্য দফতরের সবুজ সংকেত না মেলা পর্যন্ত স্কুল খোলা উচিত হবে না।’বৈঠকে সকলেই জানিয়েছেন, স্কুল খোলা হলে প্রথমে উঁচু শ্রেণির পড়ুয়াদের প্রবেশের অনুমতি দেওয়া হোক। ছোটদের পক্ষে আপাতত স্কুলে না যাওয়াই নিরাপদ বলে তাঁদের মত।শিক্ষামন্ত্রী জানিয়েছেন, এখনই স্কুল খোলার কোনও পরিকল্পনা নেই রাজ্য প্রশাসনের। সবটাই নির্ভর করছে পরিস্থিতির ওপরে।