রাজ্যের সরকারি ও সরকার অনুমোদিত স্কুলের একাদশ শ্রেণির পড়ুয়াদের স্পোকেন ইংলিশ ক্লাস করবে ত্রিপুরা সরকার। প্রাথমিক ভাবে পশ্চিম জেলার চার হাজার ছাত্রছাত্রীকে এই স্পোকেন ইংলিশ ক্লাস করানো হবে।ছয় মাস ধরে এই ক্লাস করানো হবে। উচ্চ পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষায় পড়ুয়ারা যাতে পিছিয়ে না পড়ে সে কারণেই এই উদ্যোগ রাজ্য সরকারের।রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী রতন লাল নাথ জানিয়েছেন, এই পাইলট প্রোজেক্ট এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত হওয়ার কথা ছিল। কিন্তু লকডাউনের জেরে তা শুরু করা যায়নি। স্কুল কলেজ খুললেই এই বিশেষ ক্লাস শুরু হবে।তিনি বলেন, পশ্চিম জেলার ৮০% শিক্ষার্থী বাংলা মাধ্যমের ছাত্রছাত্রী। মাত্র ২০ % ইংরাজি মাধ্যমে পড়াশোনা করে। এই কারণেই এই জেলায় পাইলট প্রোজেক্ট শুরু করা হচ্ছে।একটি ক্লাসে একসঙ্গে মোট ৩০জন শিক্ষার্থীকে এই প্রশিক্ষণ দেওয়া হবে। সপ্তাহে পাঁচ দিন করে মোট ১২০ ঘণ্টার ক্লাস হবে। ক্লাস নেওয়া হবে স্কুলের নিয়মিত পড়াশোনা শুরুর আগে বা পরে।