UGC NET-র অ্যাডমিট কার্♋ড প্রকাশিত হল। তবে সব প্রার্থীদের অ্যাডমিট কার্ড প্রকাশিত হয়নি। যে প্রার্থীদꦚের আগামী ২০, ২১ এবং ২২ সেপ্টেম্বর পরীক্ষা আছে, তাঁরা UGC NET-র অফিসিয়াল ওয়েবসাইট ugcnet.nta.nic.in থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।
কবে কোন বিষয়ের পরীক্ষা হবে?
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা হওয়ার কথা ছিল। তবে বিষ💎য়ভিত্তি𓄧ক পরীক্ষার যে সূচি প্রকাশিত হয়েছে, তাতে আগামী ১৪ অক্টোবর পর্যন্ত পরীক্ষা চলবে।
- ২৩ সেপ্টেম্বর: অসমিয়া, বাংলা, বোড়ো এবং উর্দু।
- ২৯ সেপ্টেম্বর: কমার্স, ইলেট্রনিক সায়েন্স এবং ভিস্যুয়াল আর্ট।
- দুর্গাপুজোর ষষ্ঠীর দিনও (১ অক্টোবর) নেট পরীক্ষা পড়েছে। সেদিন কন্নড়, মালায়ালম, মারাঠি, পঞ্জাবি, সোশ্যাল ওয়ার্ক, সোশিয়োলজি এবং তেলুগু পরীক্ষা হবে। তারপর ফের ৮ অক্টোবর থেকে পরীক্ষা (কোজাগরী লক্ষ্মীপুজোর আগেরদিন) শুরু হবে। যা চলবে ১৪ অক্টোবর পর্যন্ত।
কীভাবে UGC NET-র অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন?
১) UGC NET-র অফিসিয়াল ওয়েবসাইট -তে যেতে হবে।
ജ২) ‘Latest News’-র আওতায় ‘Download Admit Card for UGC-NET Dec. 2021 and June 2022 (merged cycles)’ নিতে হবে।
৩) 'Download Admit Card for UGC-NET Dec. 𝐆2021 and June 2022 (merged cycles)'-র আওতায় 'Download Admit Card for UGC-NET Dec. 2021 a🐟nd June 2022 (merged cycles)'-তে ক্লিক করুন।
৪) ‘ugcnet.nta.nic.in says, You are being redirected to an external website. Please note that University Grant෴s Commission (UGC)-NET cannot be held responsible for external websites content & privacy policies’ আসবে। ‘Ok’-তে ক্লিক করুন।
৫) নয়া একটি পেজ খুলে যাবে। অ্যাপ্লিকেশন নম্বর, জন্মতারিখ এবং সিকিউ🌞রিটি পিন দিয়ে 'Submit'-এ ক্লিক করুন (UGC NET-র অ্যাডমিট কার্ড ডাউনলোডের ডিরেক্ট লিঙ্ক - )
৬) অ্যাডমিট ক💫ার্ড ডাউনলোড করে নিন। তা প্রিন্ট-আউট করে রাখুন। পরীক্ষার দিন অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে।