প্রকাশিত হল UGC NET-র ডিসেম্বর এবং জুন সেশনের চূড়ান্ত 'অ্যানসার কি'। যা UGC NET-র অফিসিয়াল ♚ওয়েবসাইট ugcnet.nta.nic.in থেকে দেখা যাচ্ছে। তার ফলে শীঘ্রই UGC NET-র ডিসেম্বর এবং জুন সেশনের ফল প্রকাশিত হতে চলেছে বলে ধারণা সংশ্লিষ্ট মহলের।
UGC NET-র 'অ্যানসার কি' কীভাবে দেখবেন?
১) UGC NET-র অফিসিয়াল ওয়েবসাইট -তে যান।
২) ডানদিক🃏ের ‘UGC NET December 2021 & June 2022 – Final Provisional Answer Keys’-তে ক্লিক করুন।
৩) একটি পিডিএফ খুলে যাবে। সেটাই হল 'অ্যানসার কি'।
৪) ওই 'অ্যানসার কি' থেকে উত্তর দেখে নিন।
কখন প্রকাশিত হবে UGC NET-র রেজাল্ট?
UGC NET-র রেজাল্ট কবে প্রকাশিত হবে, তা এখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি পরীক্ষার আয়োজক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। যেহেতু ইতিমধ্যে চূড়ান্ত 'অ্যানসার কি' প্রকাশিত হয়ে গিয়েছে, তাই♕ সংশ্লিষ্ট মহলের ধারণা, যে কোনও সময় UGC NET-র ফলাফল প্রকাশিত হবে।
আরও পড়ুন: SBI CBO Recruitm🦩ent 2022: SBI-তে চাকরির সুযোগ, ১,৪০০-র বেশি পদে হবে নিয়োগ, শুরু আবেদন
কীভাবে UGC NET-র রেজাল্ট দেখবেন?
পরীক্ষার্থীরা ugcnet.nta.nic.in এবং ntaresults.nic.in থেকে ফলাফল দেখতে পাবেন। ওই দুটি ওয়েবসাইটে গিয়ে প্রার্থীদের UGC NET লিঙ্কে ক্লিক করতে হবে। তারপর সংশ্🦋লিষ্ট লিঙ্কে গিয়ে অ্যাপ্ল꧒িকেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। নিজের রেজাল্ট দেখতে পাবেন প্রার্থীরা।