UGC NET 2022: প্রকাশিত UGC NET-র ‘অ্যানসার কি’, কীভাবে দেখবেন? রেজাল্ট কখন প্রকাশিত হবে?
1 মিনিটে পড়ুন Updated: 02 Nov 2022, 08:42 PM IST- -তে যান।
২) ডানদিকের ‘UGC NET December 2021 & June 2022 – Final Provꦅisional Answer Keys’-তে ক্লিক করুন।
৩) 🃏একটি পিডিএফ খুলে যাবে। সেটাই হল ♉'অ্যানসার কি'।
৪) ওই 'অ্যানসার কি' থেকে উত্তর দেখে নিন।
কখন প্রকাশিত হবে UGC NET-র রেজাল্ট?
UGC NET-র রেজাল্ট কবে প্রকাশিত হবে, তা এখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি পরীক্ষার আয়োজক সংস্থা ন্যাশ✃নাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। যেহেতু ইতিমধ🐠্যে চূড়ান্ত 'অ্যানসার কি' প্রকাশিত হয়ে গিয়েছে, তাই সংশ্লিষ্ট মহলের ধারণা, যে কোনও সময় UGC NET-র ফলাফল প্রকাশিত হবে।
আরও পড়ুন: SBI CB𝓡O Recruitment 2022: SBI-তে চাকরির সুযোগ, ১,৪০০-র বেশি পদে হবে নি𒅌য়োগ, শুরু আবেদন
কীভাবে UGC NET-র রেজাল্ট দেখবেন?
পরীক্ষার্থীরা ugcnet.nta.nic.in এবং ntaresults.nic.in থেকে ফলাফল দেখতে পাবেন। ওই দুটি ওয়েবসাইটে গিয়ে প্রার্থীদের UGC NET লিঙ্কে ক্লিক করতে হবে। তারপর সংশ্লিষ্ট লিঙ্কে গিয়ে অ্যাপ্লিকেশন আইডি এবং পাস𒁏ওয়ার্ড দিয়ে লগইন করুন। নিজের𓃲 রেজাল্ট দেখতে পাবেন প্রার্থীরা।