ফাঁস হয়নি UGC NET-র ইতিহাসের প্রশ্নপত্র। দাবি করল পরীক্ষার আয়োজক সংস্থা ন্যা🅺শনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। সেইসঙ্গে পরীক্ষার্থীরা যাতে ভুয়ো খবরের ফাঁদে ღনা পড়ে যান, সেজন্য এনটিএয়ের তরফে সতর্ক থাকার বার্তা দেওয়া হয়েছে।
🍬 আজ (বুধবার, ১২ অক্টোবর) এনটিএয়ের তরফে একটি বিবৃতি প্রকাশ করে দাবি করা হয়েছে, গত সোমবার (১০ অক্টোবর) ইউজিসি-নেটের দ্বিতীয় শিফটের ইতিহাসের প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছে বলে একটি ভুয়ো টুইট এবং ইউটিউব ভিডিয়ো ♍সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। 'ইউজিসি-নেটের দ্বিতীয় শিফটের ইতিহাসের প্রশ্নপত্র ফাঁসের যে অভিযোগ উঠেছে, তা পুরোপুরি উড়িয়ে দিচ্ছে এনটিএ। স্পষ্টভাবে জানানো হচ্ছে যে কোনও প্রশ্নপত্র ফাঁস হয়নি।'
সেইসঙ্গে UGC NET-র আয়োজক সংস্থার তরফে দাবি হয়েছে, সোশ্যাল মিডিয়ায় যে ভুয়ো প্রশ্নপত্র (ইউজিসি-নেটের দ্বিতীয় শিফটের ইতিহাসের প্রশ্নপত্র) সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, সেটির স𓄧ঙ্গে আসল প্রশ্নপত্রের কোনও মিল নেই। যে প্রশ্নপত্র পরীক্ষার্থীদের দেওয়া হয়েছিল। যে ভুয়ো প্রশ্নপত্র ছড়িয়ে পড়েছে, সেটির ধাঁচেও ভুল আছে। সেই পরিস্থিতিতে পরীক্ষার্থী-সহ সকল পক্ষকে ভুয়ো খবর থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে এনটিএ।
আরও পড়ুন: UGC NET 2022 Admit Card: 🧜প্রকাশিত হল অ্যাডমিট, কবে কী পরীক্ষা হবে? সূচিও দেখুন