Union Bank Vacancy 2024: ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (UBI) 1500 লোকাল ব্যাঙ্ক অফিসার (LBO) পদে নিয়োগ করেছে। আপনি যদি ব্যাংকে চাকরির জন্য অপেক্ষা করছেন, তবে এটি আপনার জন্য কাজ পাওয়ার সুবর্ণ সুযোগ। এই নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া ২৪ অক্টোবর ২০২৪ থেকে শুরু হবে। আবেদনের শেষ তারিখ ১৩ নভেম্বর ২০২৪। আবেদন করতে যোগ্য ও আগ্রহী প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট unionbankofindia.co.in যেতে হবে।১৫০০ পদের মধ্যে সাধারণ ক্যাটাগরির জন্য ৬১৩টি পদ, ওবিসি ক্যাটাগরিতে ৪০৪টি, এসসি ক্যাটাগরিতে ২২৪টি, এসটি ক্যাটাগরিতে ১০৯টি, ইডব্লুএস ক্যাটাগরির জন্য ১৫০টি এবং পিডব্লিউবিডি ক্যাটাগরির জন্য ৬০টি পদ রয়েছে।শূন্যপদের সংখ্যা ব্যাংকের প্রয়োজন অনুসারে পরিবর্তিত হতে পারে। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন রাজ্যে নিয়োগ হবে। তাই একজন প্রার্থী শুধু একটিমাত্র রাজ্যের জন্য আবেদন করতে পারবেন, দুই রাজ্যের শূন্যপদের জন্য আবেদন করা যাবে না। রাজ্যগুলির তরফে জানানো হয়েছে, মেধা তালিকা তৈরি করা হবে। প্রার্থীরা যে রাজ্যের জন্য শূন্যপদের জন্য আবেদন করবেন সেই রাজ্যের স্থানীয় ভাষা পড়তে, লিখতে এবং কথা বলতে সক্ষম হতে হবে।আবেদনের জন্যপ্রার্থীর ন্যূনতম বয়স ২০ বছর এবং সর্বোচ্চ বয়স ৩০ বছর হতে হবে।২. সংরক্ষিত শ্রেণির শিক্ষার্থীদের সর্বোচ্চ বয়সসীমায় ছাড় দেওয়া হবে।৩. প্রার্থীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে নিয়মিত/পূর্ণকালীন স্নাতক ডিগ্রি থাকতে হবে।৪. প্রার্থীদের আবেদন করার আগে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি পরীক্ষা করার পরামর্শ দেওয়া হচ্ছে।ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নিয়োগনির্বাচন প্রক্রিয়া –প্রার্থীদের নির্বাচন পাঁচটি ধাপে করা হবে -১.অনলাইন পরীক্ষা২. ভাষা দক্ষতা পরীক্ষা (এলপিটি)৩. ব্যক্তিগত সাক্ষাৎকার৪. ডকুমেন্ট ভেরিফিকেশন৫. মেডিকেল পরীক্ষারআবেদনের জন্য কত টাকা লাগবে- ১. জেনারেল, ওবিসি এবং ইডব্লুএস ক্যাটাগরির প্রার্থীদের আবেদন করার জন্য ৮৫০ টাকা আবেদন ফি দিতে হবে।২. এসসি, এসটি এবং পিডব্লিউবিডি ক্যাটাগরির প্রার্থীদের ১৭৫ টাকা আবেদন ফি দিতে হবে।প্রার্থীদের আরও তথ্য পেতে অফিসিয়াল ওয়েবসাইট দেখার পরামর্শ দেওয়া হচ্ছে।প্রসঙ্গত, ব্যাঙ্কিং পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য অনলাইনে বিনামূল্যেও অনেক স্টাডি মেটিরিয়াল পাওয়া যায়। অঙ্ক ও ইংরেজির ভিতটা শক্ত থাকলে কাজটা অনেকটা সহজ হয়ে যায়। না হলেও নিবিড় অনুশীলনের মাধ্যমে আয়ত্ত করা সম্ভব। সকল আবেদনকারীর জন্য আমাদের শুভকামনা রইল।