করোনা পরিস্থিতিতে প্রয়োজন আরও বেশি কর্মী। আর সে কথা মাথায় রেখেই নতুন কর্মী নিয়োগ করতে উদ্যোগী বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতাল।ꦆ দ্রুততার জন্য চুক্তিভিত্ত𝕴িক পদ্ধতিতে এই নিয়োগ করা হচ্ছে। মোট ৪১টি শূন্যপদ রয়েছে বর্ধমান মেডিকেল কলেজে।
এক নজরে দেখে নিন কোন ক্ষেত্রে কত শূন্যপদ রয়েছে :
ক্রিটিকাল কেয়ার টেকনিশিয়ান
শূন্যপদ- ০৪
শিক্ষাগত যোগ্যতা- ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজিতে ডিপ্লোমা।
বয়সসীমা- আবেদনকারীর বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে।
স্টাফ নার্স-
শূন্যপদ- ২৫
শিক্ষাগত যোগ্যতা- বিএসসি নার্সিং ডিগ্রি।
বয়সসীমা- আবেদনকারীর বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে।
জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার
শূন্যপদ- ০৬
শিক্ষাগত যোগ্যতা- MBBS ডিগ্রি।
বয়সসীমা- আবেদনকারীর বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে।
স্পেশ্যালিস্ট চিকিৎসক- ০৬
শূন্যপদ- ০৬
শিক্ষাগত যোগ্যতা- MBBS ডিগ্রি, অ্যানাস্থেসিয়া꧅, মেডিসিন ও রেসপিরেটরি মেডিসিন বিশেষজ্ঞ।
বয়সসীমা- আবেদনকারীর বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে।
আবেদনের পদ্ধতি- আগে থেকে আবেদনের প্রয়োজন নেই। ১৭ মে ওয়াক-ইন-ইন্টারভিউ হবে। চাকুরিপ্রার্🏅থীরা সরাসরি সেখানেই আবেদন করতে পারবেন। সঙ্গে রাখতে হবে হবে 🐟শিক্ষাগত যোগ্যতা, জাতি, বয়স ও অভিজ্ঞতার প্রমাণপত্র।
পরীক্ষাꦛকেন্দ্র- নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লিডিং (অফিস অফ প্রিন্সিপাল, বর্ধমান মেডিক্যাল কলেজ)।