প্র✨কাশিত হল স্টাফ নার্স নিয়োগের বিজ্ঞপ্তি। আগামী ১৭ মার্চ থেকে পশ্চিমবঙ্গ হেলথ রিক্রুটমেন্ট বোর্ꦿডের (ডব্লুউবিএইচআরবি) অফিসিয়াল ওয়েবসাইট -তে গিয়ে আবেদন করতে হবে। আবেদন চলবে আগামী ২৬ মার্চ রাত আটটা পর্যন্ত।
পদের বিবরণ :
পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের আওতায় স্টাফ নার্স (গ্রেড ২) পদে মোট ৬,১১৪ জনকে নিয়োগ করা হবে। তার মধ্যে জিএনএম পদে ৩,৯৭৪ জন, বেসিক বি.এসসি নার্সিংয়ে (শুধুমাত্র মহিলা) ২,০৮৩ জন এবং পোস্ট বেসিক বি.এসস🎃ি নার্সিংয়ে (শুধুমাত্র মহিলা) ১০৮ জনকে নিয়োগ করার বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
শিক্ষাগত যোগ্যতা :
আবেদনকারীদের ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল এবং সংশ্লিষ্ট রাজ্যের নার্সিং কাউন্সিল স্বীকৃত কোনও নার্সিং ট্রেনিং স্কুল বা নার্সিং কলেজ থেকে জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফꦐারি বা বেসিক বি.এসসি (নার্সিং) বা পোস্ট বেসিক বি.এসসি (নার্সিং) পাস করতে হবে। পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবেয সঙ্গে বাংলা বা নেপালি ভাষা জানতে হবে এবং বাংলা বা🦩 নেপালি ভাষায় কথা বলতে ও লিখতে জানতে হবে।
বয়সসীমা :
২০২১ সালের ১ জানুয়ারি অনুযায়ী, আবেদনকারী বয়স ন্যূনতম ১৮ হতে হবে। বয়স ৩৯ বছরের হতে পারবে না। সরকারের নিꦜয়মতো তফসিলি জাতি ও♓ উপজাতি এবং ওবিসি প্রার্থীরা বয়সের সর্বোচ্চসীমায় ছাড় পাবেন।
বেতন :
২০১৯ সালের ওয়েস্ট বেঙ্গল সার্ভিস♐ের (রোপা) নবম ব🐟েতনক্রমের আওতায় মাসিক ২৯,৮০০ টাকা বেতন মিলবে। একইসঙ্গে সরকারের নিয়ম মোতাবেক অন্যান্য অ্যালোয়েন্স মিলবে।
আবেদন ফি :
পশ্চিমবঙ্গ সরকারের জিআরপিএস ব্যাঙ♕্কের ‘০০৫১-০০-১০৪-০০২-১৬’ গভর্মেন্ট হেড অফ অ্যাকাউন্ট মাধ্যমে ১৬০ টাকা ফি দিতে হবে। তফসিলি জাতি ও উপজাতি এবং বিশেষভাবে সক্ষম প্রার্থীদের কোনও আবেদন ফি লাগবে না।