এবারের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের হাত ধরে রাজ্যে ৪০ লাখের বেশি নয়া কর্মসংস্থান তৈরি হবে। এমনটাই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্🅺যায়। সেইসঙ্গে মুখ্যমন্ত্রী দাবি করেন, চলতি বছর বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে ‘রেকর্ড’ ৩ লাখ ৪২ হাজার ৭৭৫ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছে।
আরও পড়ুন: Govt Jobs: NIT দুর্গাপুরে অশিক্ষক পদে চাকরির সুযোগ! নিয়োগ হবে অসংখ্๊য পদে
বৃহস্পতিবার বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের শেষদিনে মুখ্যমন্ত্রী দাবি করেন, ভারতে যেখানে বেকারত্বের হার ৪০ শতাংশ বেড়েছে, সেখানে পশ্চিমবঙ্গে কমেছে। প্রচুর ছেলেমেয়ে চাকরি পেয়েছেন। মমতার কথায়, ‘কেউ বলতে পারেন, ভারতে চাকরি যাচ্ছে, যেখানে ভারতে ৪০ শতাংশ বেকারত্ব বেড়েছে, সেখানে পশ্চিমবঙ্গ কীভাবে দারিদ্র্যতায় ইতি টেনেছে? বাংলা কীভাবে ৪০ শতাংশ বেকারত্ব কমিয়েছে? বাংলা ৪০ শতাংশ বেকারত্ব কমিয়ে দিয়েছে। এটা সম্ভব কীভাবে𝓡? কারণ আমাদের ক্ষুদ্র, ছোটো এবং মাঝারি শিল্প। সেখানে প্রচুর মানুষ কাজ করছেন। এটা দয়া করে বোঝার চেষ্টা করুন।'
মুখ্যমন্ত্রী দাবি করেন, রাজ্যে প্রচুর পরিমাণে শিল্প ক্লাস্টার, ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে উঠেছে। সেখানে অনেকে চাকরি পাচ্ছেন। মমতার কথায়, 'এখন বানতলা থেকে শুরু করে পাঁচলা - কত ইন্ডাস্ট্রিয়াল পার্ক আছে। সেই ইন্ডাস্ট্রিয়াল পার্কের 🍃মাধ্যমে ছোটো শিল্প (গড়ে উঠেছে)। ৫,২১০ টি ক্লাস্টার, ২০০ টি ইন্ডাস্ট্রিয়াল পার্ক আছে। সিলিকন ভ্যালিও আছে। সেখানে ইতিমধ্যে ব্যবসা শুরু হয়ে গিয়েছে। তাই আমাদের উত্থান এত আকর্ষণীয়।’
মমতা আরও বলেন, 'গত ১০ বছর, এমনকী শেষ কয়েক বছর ক্ষুদ্র, ছোটো এবং মাঝারি শিল্পে ১.৬৩ কোটি মানুষ কাজ করছেন। মাত্র দু'বছরের মধ্যে কেবল বানতলা চর্মশিল্পে ১০ লাখের বেশি মানুষ চাকরি পেয়েছেন। উত্তরপ্রদেশ-সহ (ভারতের) অন্যান্য জায়গা থেকে আসছে বিভিন্ন শিল্প। তাই (চাকরির সংখ্যা🌟) এখানে বাড়ছেꦆ।'