আজই শেষ হচ্ছে কলেজ স্তরে ভরতির আবেদন প্রক্রিয়া। আজ (শুক্রবার, ৫ অগস্ট) পর্যন্ত রাজ্যের বিভিন্ন কলেজে অনলাইনে আবেদন চলবে। পড়ুয়ারা যে কলেজে ভরতি হতে চ𒊎ান, সেই কল🌼েজের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন।
গত ১০ জুন উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছিল। তারপর ১৮ জুলাই রাজ্যের কলেজগুলিতে (স্নাতক স্তর) অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়। তখনও অবশ্য সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) দ্বাদশ শ্রেণি বা আইএস🦄সি দ্বাদশ শ্রেণির ফলাফল প্রকাশিত হয়নি। পরবর্তীতে দুই বোর্ডের দ্বাদশ শ্রেণির ফল ঘোষণা করা হয়।
আরও পড়ুন: Central Gov🧸t Jobs: দেড় বছরে ১০ লাখ নিয়োগ করবে কেন্দ্র, গুরুত্ব গ্রুপ ‘বি’ ও 'সি' পদের চাক💯রিতে
কলেজে ভরতির প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ তারিখ (College Admission 2022)
- কলেজে স্নাতক স্তরে ভরতির প্রথম মেধাতালিকা প্রকাশ: আগামী ১৬ অগস্টের মধ্যে প্রথম মেধাতালিকা প্রকাশিত হবে।
- স্নাতক স্তরে ভরতি প্রক্রিয়া শেষ করার সময়সীমা: আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে সেই প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
- প্রথম সেমেস্টারের ক্লাস শুরুর সময়: আগামী ১৯ সেপ্টেম্বর।
কলেজে ভরতির প্রক্রিয়ার ক্ষেত্রে কী কী নিয়ম মানতে হবে (UG Admission 2022)?