রাজ্যের সেট-এর অ্যাডমিট কার্ড প্রকাশ করল পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশন বা ডাব্লিউবিসিএসসি। কলেজ সার্ভিস কমিশনের সরকারি ওয়েবসাইট--এ গিয়ে তাঁদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন ღপরীক্ষার্থীরা। পরীক্ষার অ্যাডমিট কার্ড💎টি ডাউনলোড করার জন্য ওয়েবসাইটে লগ ইন করতে হবে পরীক্ষার্থীদের।
কলেজ সার্ভিস কমিশনের তরফে জানানো হয়েছে, অ্যাডমিট কার্ডে কোনও তথ্য ভুল থাকলে তা সংশোধন করা হবে সচি🧔ত্র প্রমাণপত্র যাচাইয়ের পর। সেই সংশোধন প্রক্রিয়া হবে পরীক্ষাকেন্দ্রে। পরীক্ষার্থী অ্যাটেনডেন্স শিটে সাক্ষর করলে পরীক্ষাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তারা এই সংশোধনের কাজ করবেন। তবে কাজ এখানেই শেষ হবে না। এর পর সংশোধিত অ্যাডমিট কার্ডটির সেলফ অ্যাটেস্টেড কপির দুটো ফটোকপি করে তা পাঠাতে হবে কমিশনের অফিসে। এই কাজ করতে হবে ২০ জানুয়ারির মধ্যে।
কখন, কবে জমা দেওয়া যাবে এই সংশোধিত অ্যাডমিট কার্ডের সেলফ অ্যাটেস্টেড কপি? কমিশন জানিয়েছ🐬ে, ছুটির দিন বাদে যে কোনও দিন দুপুর ১২ টা থেকে ৩টের মধ্যে সংশোধিত অ্যাডমিট কার্ডটির ফোটোকপি কমিশনের অফিসে জমা দিতে পারবেন পরীক্ষার্থীরা। উল্লেখ্য, রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর প🍸দে নিয়োগের জন্য এবং জুনিয়র রিসার্চ ফেলোশিপের জন্য পশ্চিমবঙ্গ সেট পরীক্ষা নেওয়া হয়ে থাকে। আগামী বছর ৮ জানুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে রাজ্যের ২৪তম সেট পরীক্ষা।