শুভব্রত মুখার্জি: কয়েক মাস পরেই আমেরিকা এবং ক্যারিবিয়ানভূমে অনুষ্ঠিত হবে আইসিসি আয়োজিত টি-২০ বিশ্বকাপের আসর। এই বিশ্বকাপ শুরুর কয়েক মাস আগেই তাদের নয়া বোলিং কোচের নাম ঘোষণা করল শ্রীলঙ্কা দল। পাকিস্তানের প্রাক্তন তারকা পেসার আকিভ জাভেদেই আস্থা রাখল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। ওয়াসিম আক্রাম, ওয়াকার ইউনিসদের এক সময়ের সতীর্থের হাতে নিজেদের বোলিং বিভাগের দায়িত্ব তুলে দিয়েছেন শ্রীলঙ্কা বোর্ডের কর্তা ব্যক্তিরা। আগামী ১ জুন থেকে বসবে টি-২০ বিশ্বকাপের আসর। তার আগে সিনিয়র দলের বোলিং বিভাগের ফাঁক-ফোকর মেরামতিতে মনোযোগ দেবেন আকিভ জাভেদ। শনিবারেই এই নিয়োগের বিষয💝়টি নিশ্চিত করা হয়েছে শ্রীলঙ্কা বোর্ডের তরফে। উল্লেখ্য, আগামী ৯ জুন হবে টি-২০ বিশ্বকাপের ফাইনাল।
আরও পড়ুন: T2🍒0I-ত🐎ে সেরা বোলিং পরিসংখ্যানের নজির গড়লেন রশিদ, ভাঙলেন ১৪ বছর আগের রেকর্ড
আপাতত কম সময়ের জন্য অর্থাৎ স্বল্প-মেয়াদের জন্য আকিব জাভেদকে নিযুক্ত করার কথা শনিবার এক বিবৃতির মধ্যে দিয়ে জানানো হয়েছে। আসন্ন টি-২০ বিশ্বকাপ পর্যন্ত তাঁকে বোলিং কোচ🉐ের গুরু দায়িত্বটি দেওয়া হয়েছে। বিশ্বকাপ যেহেতু আর বেশি দেরি নেই ফলে দ্রুত কাজ শুরু করতে হবে তাঁকে। তাড়াতাড়ি কাজ শুরু করতে আগামী সপ্তাহেই শ্রীলঙ্কায় আসার কথা রয়েছে বিশ্বকাপজয়ী এই পাক ক্রিকেটারের। উল্লেখ্য, ১৯৯২ সালের বিশ্বকাপজয়ী পাক দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ত💎িনি। দীর্ঘ দিন ধরেই কোচিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন আকিভ জাভেদ। তিনি ২০১৭ সাল থেকে পিএসএলের ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্সের প্রধান কোচ হিসেবে কাজ করছেন।
প্রসঙ্গত, তাঁর কোচিংয়েই টানা দুই বার (২০২২ এবং ২০২৩) পাকিস্তানের ঘরোয়া এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের ট্রফি জিততে সমর্থ হয়েছে লাহোর। যদিও চলতি পিএসএলের মরশুমে তাদের পারফরম্যান্স একেবারেই ভালো নয়। নিজেদের এবারের অভিযান তারা শেষ করেছে কেবলমাত্র একটিমাত্র ম্যাচ জিতে। আকিভ জাভেদ এছাড়াও পাকিস্তানের স🌳িনিয়র দলের বোলিং কোচ হিসেবে এর আগে কাজ করেছেন। ৫১ বছর বয়সী আকিভ জাভেদ কোচ হিসেবেও দেশের হয়ে জিতেছেন বিশ্বকাপ। ২০০৯ সালে টি-২০ বিশ্বকাপ জিতেছিল পাকিস্তান। সেই দলের কোচিং স্টাফ হিসেবেও ছিলেন তিনি। সংযুক্ত আরব আমিরশাহির প্রধান কোচের দায়িত্বও পালন করেছেন আকিভ। তাঁর কোচিংয়েই ওয়ানডে দলের মর্যাদা পায় আমিরশাহি। ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে তারা। ২০০৪ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী পাকিস্তান দলেরও হেড কোচ ছিলেন তিনি।